ফের হাজিরা নির্দেশ চলে এসেছে। নির্দেশ মতো প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বুধবার ফের হাজিরা দেবেন ‘সিবিআই গুহা’ নিজাম প্যালেসে।
তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা, মন্ত্রীরা নিজাম প্যালেসকে সিবিআই গুহা বলে চিহ্নিত করেন। সেই গুহা থেকে আপাতত জেরা সামনে বের হয়ে কোচবিহার চলে গেছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। দুর্নীতির মামলায় তাঁর কন্যা অঙ্কিতার শিক্ষিকার চাকরি চলে গেছে। ফেরত দিতে হবে বেআইনিভাবে চাকরি করা সময়ের পুরো বেতন।
এদিকে আদালতের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিতে হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ ঠিক এক সপ্তাহ পরেই ফের পার্থকে তলব করল সিবিআই৷
সিবিআই সূত্রে খবর, গত সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি উপদেষ্টা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে সিবিআই আধিকারিকরা। দুই পক্ষের উত্তর মিলিয়ে দেখার পরেই ফের তলব করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ নতুন করে তৈরি করা হয়েছে প্রশ্নমালা।
সিবিআইয়ের তরফে মনে করা হচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের আর্থিক দুর্নীতি মামলায় বিপুল অঙ্কের লেনদেন হয়েছে। সেই বিপুল অঙ্কের অর্থ কার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, সেটাই খুঁজে বের করার চেষ্টা করবে সিবিআই৷ ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তি এবং আয়কর রিটার্নের ফাইল চেয়ে পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা৷ এমনকি তথ্য যাচাই করার জন্য আয়কর বিভাগের কাছ থেকেও চাওয়া হয়েছে ফাইল৷
সব মিলিয়ে আজ সিবিআইয়ের কড়া প্রশ্নের মুখে পড়তে চলেছেন তৃণমূল মহাসচিব৷