আজ বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ৩৫ মেট্রিক টনেরও বেশি ইলিশ এল বাংলায়। চলতি মরশুমের প্রথম দফায় ইলিশ পৌঁছে গেল বাংলায়। জানা যাচ্ছে আজ বিকেলে পেট্রাপোল স্থলবন্দর নিয়ে পদ্মার ইলিশ বোঝাই গাড়ি ভারতে প্রবেশ করেছে। প্রথম দফায় ৯টি গাড়ি ঢুকেছে। ৯টি গাড়িতে ৩৫ মেট্রিক টনেরও বেশি রুপোলি শস্য এল বাংলায়।
কিছুদিন আগে শেখ হাসিনার দিল্লি সফরের মাঝেই ইলিশ বার্তা দিয়েছিল বাংলাদেশ(Bangladesh)সরকার।আসন্ন শারদদোৎসবে ভারতে রফতানি হতে চলেছে টন টন ইলিশ। ঢাকায় এমনই ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক। শারদীয় দুর্গা পূজা বাংলাদেশে যেমন পালিত হয় তেমনই প্রতিবেশি ভারতের পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় পালিত হয়। দুর্গা পূজার সময় বাংলাদেশি ইলিশের চাহিদা থাকে বেশি। প্রায় একশটি প্রতিষ্ঠান ইলিশ রফতানির অনুমোদন চেয়ে আবেদন করেছিল। গত বছর ৪৯টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ৫০ মেট্রিক টন করে মোট ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।
বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে। তবে কী পরিমাণ ইলিশ পাঠানো হবে তা চূড়ান্ত হয়নি। অনেকেই আবেদন করেছেন, সেখান থেকে যাচাই-বাছাই করা হবে।
এরপর বাংলাদেশ সরকার থেকে ভারতে প্রায় চার হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। এর মধ্যে বেশিরভাগই আসছে বাংলায়। জানা যাচ্ছে ৩ হাজার ৯৫০ টন ইলিশের মধ্যে বেশিরভাগই বাংলার বাজারগুলিতেই ছড়াবে। জানা যাচ্ছে, মোট ৭৯টি সংস্থা এবার ইলিশ আমদানির ছাড়পত্র পেয়েছে। তার মধ্যে প্রায় ৩৫ মেট্রিক টনেরও বেশি ইলিশ নিয়ে ৯টি বড় বড় ট্রাক এদিন বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। ছোট ইলিশ-বড় ইলিশ সবই এসেছে এদিন। ৭০০-৮০০ গ্রাম থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত আশপাশের ওজনের পদ্মার ইলিশ ঢুকেছে বাংলায়।
জানা গিয়েছে যে রাজ্যে আসা ইলিশ কলকাতা, হাওড়া, পাতিপুকুর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারে পৌঁছে যাবে। পাশাপাশি উত্তরবঙ্গের দিনাজপুরে ও শিলিগুড়িতেও পৌঁছে যাবে বাংলাদেশের এই ইলিশ।