Dengue: হঠাৎ ব্যথার পর ডেঙ্গু আক্রান্ত মহিলা হারালেন দৃষ্টিশক্তি

বর্ষা পড়তেই রাজ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হয়। ভয়াবহ আকার নিতে শুরু করে। এবার সেই ডেঙ্গুকে ঘিরে নতুন উদ্বেগ। ৩৯-বছরের এক ডেঙ্গু আক্রান্ত মহিলার চোখ নষ্ট…

বর্ষা পড়তেই রাজ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হয়। ভয়াবহ আকার নিতে শুরু করে। এবার সেই ডেঙ্গুকে ঘিরে নতুন উদ্বেগ। ৩৯-বছরের এক ডেঙ্গু আক্রান্ত মহিলার চোখ নষ্ট হয়ে গেল। জানা গিয়েছে তিনি কসবার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি, এরপর হঠাৎ-ই তার চোখে প্রচণ্ড ব্যাথা। তারপর ওই মহিলা ওনার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।

কসবার বাসিন্দা বছর উনচল্লিশের পম্পা শর্মার চোখ নষ্ট হয়ে যাওয়া ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। গত ১২ আগস্ট জ্বরের উপসর্গ নিয়ে পম্পা শর্মা কেপিসি মেডিক্যাল কলেজে (KPC Medical College) ভর্তি হন। এরপর তাঁর ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসে। তিনি দাবি করেছেন যে চিকিৎসক তাকে জানান যে পরের দিনই তাকে ছেড়ে দেওয়া হবে।

   

সেইদিনই সকাল থেকে ডান চোখের পিছনে ব্যাথা শুরু হয়। ১৮ অগাস্ট, সন্ধে থেকে ব্যথা মারাত্মক আকার নেয় এবং চোখের দৃষ্টি কমতে হতে থাকে। ১ ঘণ্টার মধ্যে ডান চোখে দেখা বন্ধ হয়ে যায়। এরপর হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে এই মহিলাকে শঙ্কর নেত্রালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা বলেন যে, তাঁর ডান চোখে অপারেশন করে মণি বের করে না আনলে বাঁ চোখ নষ্ট হয়ে যাবে। সেই মতো অপারেশন করা হয়।

কেপিসি মেডিক্যাল কলেজের তরফে জানান হয়েছে যে ভাইরাল ইনফেকশন হলে শরীরের বহু অঙ্গই ক্ষতিগ্রস্ত হয়। চোখেও প্রভাব পড়তে পারে। এটা অসম্ভব নয়। এই রোগিণীর ক্ষেত্রেও এরকম হয়ত হয়েছে।