কবে থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ? দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সিনেমা প্রেমীদের জন্য রইল দুর্দান্ত এক সুখবর। ফের একবার কলকাতার বুকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata International Film Festival)। হ্যাঁ ঠিকই শুনেছেন আজ…

সিনেমা প্রেমীদের জন্য রইল দুর্দান্ত এক সুখবর। ফের একবার কলকাতার বুকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata International Film Festival)। হ্যাঁ ঠিকই শুনেছেন আজ দিনক্ষণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। শেষ হবে ১১ ডিসেম্বর। এটি কলকাতায় অনুষ্ঠিত হবে।

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর। আজ বুধবার ধনধান্য স্টেডিয়ামে উত্তম কুমারের প্রয়াণ দিবসের অনুষ্ঠানে তেমনটাই জানালেন মমতা। এদিকে এই চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার কয়েক মাস আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সনের পদ থেকে সরে গিয়েছেন রাজ চক্রবর্তী। 

   

এদিকে রাজ চক্রবর্তীর জায়গায় কে বসবেন তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। সেইসঙ্গে উঠে আসছিল কিছু নামও। রাজ চক্রবর্তী এখানে সরে যাওয়াকে মোটেও ভালো চোখে দেখেননি কেউ। যদিও রাজ চক্রবর্তী ছেড়ে যাওয়া জায়গায় বেশ কয়েকটি নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আপনিও নিশ্চয় ভাবছেন যে কাদের নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী? তাহলে জানিয়ে রাখি, ৩০তম চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সনের ভূমিকায় থাকছেন পরিচালক গৌতম ঘোষ। সহ-চেয়ারপার্সনের দায়িত্ব পালন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।