বড়দিনে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন এক ঝলকে

NewsDesk: রাজ্যে শীতের ঝোড়ো ব্যাটিংয়ে সাময়িক বিরতি। পূর্বাভাস অনুযায়ী কলকাতার তাপমাত্রার পারদ ফের উর্দ্ধমুখী।  বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের…

winter

NewsDesk: রাজ্যে শীতের ঝোড়ো ব্যাটিংয়ে সাময়িক বিরতি। পূর্বাভাস অনুযায়ী কলকাতার তাপমাত্রার পারদ ফের উর্দ্ধমুখী।  বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বড়দিনেও তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। ২-৩ ডিগ্রিও বাড়তে পারে পারদ। হাওয়া অফিস  জানাচ্ছে, এদিন সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিস্কার হয়ে যাবে।

 তবে উষ্ণতা শীতের আমেজে সামান্য বাধা হলেও তার ক্ষণস্থায়ী। এমনটাই বলছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, উষ্ণতা কাটিয়ে উঠে ফের জাঁকিয়ে ফিরবে ঠান্ডা।  বছর শেষের উৎসবে শীতের আমেজ থাকবে ভরপুর। গত দুই বছর করোনা আবহে বড়দিন বা বর্ষবরণ পালন করা যায়নি সেভাবে। তবে এবার রাজ্য সরকার বিধি শিথিল রয়েছে।

Advertisements

এই আবহে শীতে কাঁপতে কাঁপতে ঠিক আগের মতো উৎসবে মজতে মুখিয়ে বঙ্গবাসী।  তবে শীত বঙ্গবাসীকে সেই আমেজ দেয় কি না, এখন সেটাই দেখার।