শতবর্ষ পুরনো জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ZSI) প্রথম মহিলা পরিচালক ড. ধৃতি ব্যানার্জির (Dr. Dhriti Banerjee) সম্মানে নতুন প্রজাতির মাছের নাম রাখলেন বিজ্ঞানীরা। অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) পাহাড়ি নদীতে থাকা মাছটি বিস্নিত করেছে গবেষকদের।
ক্যাটফিশ বা মাগুর মাছের এই নতুন প্রজাতি মিলেছে অরুণাচলের উচ্চ সিয়াং জেলায় প্রবাহিত সিয়াং নদীর একটি উপনদী সিকিং-এর জলস্রোতে। বিজ্ঞানীরা এই মাছটির নাম রেখেছেন ‘এক্সোস্টোমা ধৃতিয়া’ (Exostoma Dhritiae’)
তাঁরা জানিয়েছেন, দেশের প্রাণীজগতের উপর গবেষণায় জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ZSI) প্রথম মহিলা পরিচালক ড. ধৃতি ব্যানার্জির অবদানের সম্মানার্থে মাছটির নাম রাখা হয়েছে। মাছটিকে স্থানীয় আদিবাসীরা ‘নগোরাং’ নামে চেনেন।
১০০ বছরের পুরনো জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ZSI) পরিচালক হিসাবে নজির গড়েছেন ধৃতি ব্যানার্জি। প্রাণীবিজ্ঞান সংক্রান্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির তিনিই প্রথম মহিলা পরিচালক