রাস্তার ধারের দোকান থেকে মোমো খাওয়ার পর ভয়াবহ পরিণতি ঘটল হায়দরাবাদের (Hyadrabad) নন্দী নগরের বানজারা পাহাড় এলাকায়। গত ২৫ অক্টোবর রেশমা বেগম (৩৩) নামে এক মহিলা এবং তার সাথে দুই নাবালিকা রাস্তার পাশের একটি দোকান থেকে মোমো কিনে খান। এরপরেই শুরু হয় তাদের শারীরিক অস্বস্তি। ক্রমে অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের।
চাঁদনি চকে ফরাসি রাষ্ট্রদূতের মোবাইল চুরির, গ্রেপ্তার চার
পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেশমা বেগম। বর্তমানে আরও প্রায় ২০ জন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাস্তার পাশে এই মোমো বিক্রি করছিল যে দোকান, সেখানে খাদ্যের মান ও সংরক্ষণে কোনো ধরনের সাবধানতা অবলম্বন করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের মোমোতে থাকা কোনো দূষিত পদার্থই এত মানুষের অসুস্থতার কারণ হয়ে উঠেছে। দ্রুত তদন্তের ভিত্তিতে পুলিশ ওই দোকান থেকে খাদ্য নমুনা সংগ্রহ করেছে এবং পরীক্ষা চালাচ্ছে। এই ঘটনার পর দোকানটির দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ।
‘মোদী-ঘনিষ্ট’ কর্তাই নিজ্জর হত্যার ছক কষেছে, ভারতের বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস কানাডার
তদন্তের জন্য আটক হলেও তাদের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। এই ঘটনার পরে স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং রাস্তার ধারের নিরাপদ নয় এমন খাবার থেকে বিরত থাকতে বলেছে।
কালীপুজোর দিন যাত্রী দুর্ভোগ কাটাতে বিশেষ মেট্রোর ঘোষণা কলকাতা মেট্রোর
হায়দরাবাদের এই ঘটনা সবার মনোযোগ আকর্ষণ করেছে এবং শহরের বিভিন্ন এলাকায় রাস্তার ধারের খাবারের দোকানগুলোতে তল্লাশি চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। তদন্তে জানা গিয়েছে, অসুস্থ হওয়া অনেকেই ওই দোকান থেকেই মোমো কিনে খেয়েছিলেন। প্রশাসন খাদ্যের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।