কংগ্রেসের থেকে কি হাতছাড়া হচ্ছে বিরোধী জোট ইন্ডিয়ার রাশ? ক্রমশ এ জল্পনা জোরাল হচ্ছে। কারণ একের পর এক শরিক দলের নেতারা ইন্ডিয়ার নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পক্ষে সওয়াল করছেন। এই পরিস্থিতিতে ময়দানে বিজেপি। তারা কটাক্ষ করেছে কংগ্রেসকে।
ইউপিএ থেকে ইন্ডিয়া। বিজেপি বিরোধী জোটে নেতৃত্ব দিয়েছে কংগ্রেস। গত লোকসভা ভোটে প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করে তৃণমূল ও আপ। অনেকেই বলেন, খাড়গে নামেই সভাপতি। মাথায় রয়েছেন রাহুল গান্ধী। বিরোধীদের জোট ইন্ডিয়ার নেতৃত্ব নিয়ে বিতর্কে রাহুল গান্ধীকেই কটাক্ষ করছে বিজেপি। লোকসভার বিরোধী দলনেতার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে ঘুরিয়ে মমতাকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন পদ্ম নেতারা।
গত কয়েকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়ার মুখ হিসেবে তুলে ধরার পক্ষে আওয়াজ উঠছে। এনসিপি নেতা শরদ পওয়ার থেকে ওয়াই এস আর কংগ্রেসের সাংসদ বিজয়সাই রেড্ডি- সবারই দাবি বিরোধী জোটের নেতৃত্ব দিন মমতা। এ প্রস্তাবে সরাসরি সমর্থন করেনি কংগ্রেস। এক ধাপ এগিয়ে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বলেন, “কংগ্রেসের আপত্তির কোনও মানে হয় না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি।”
এই পরিপ্রেক্ষিতে বিজেপির প্রবীণ নেতা তথা হরিয়ানার মন্ত্রী অনিল বীজ রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। তিনি বলেন, “আমরা তো দীর্ঘদিন ধরেই বলে আসছি যে রাহুল গান্ধী নেতৃত্বের যোগ্য নন। এবার তাঁর শরিকরাও তাঁকে প্রত্যাখ্যান করতে চাইছে।”
হরিয়ানা বিধানসভা ভোটে আশা জাগিয়েও হতাশ করেছে কংগ্রেস। প্রতিষ্ঠান বিরোধিতা কাজে লাগাতে পারেনি। তারপর মহারাষ্ট্রে ভরাডুবি। এরপরই বিরোধীদের জোট ইন্ডিয়ার নেতৃত্বে বদলের দাবি উঠতে শুরু করেছে। একাধিক নেতা তৃণমূলনেত্রীর পক্ষে সওয়াল করেছেন। এ নিয়ে মোদীর মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “বিরোধীদের জোটে মিউজিক্যাল চেয়ার শুরু হয়েছে।”
Speculations grow over Mamata Banerjee leading the INDIA alliance as leaders from various opposition parties back her. BJP ministers criticize Congress leadership amid the ongoing debate.