দ্বিতীয় কেজরি কে? পাঞ্জাবে ঝাঁটা চিহ্নের সরকার

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি কংগ্রেস ও শিরোমণি আকালি দলের মধ্যে যে দ্বিমুখী সরকার গড়ার পালা চলছিল পাঞ্জাবে, তার থেকে বেরিয়ে এলেন রাজ্যবাসী। এই রাজ্যে এখন আম…

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি

কংগ্রেস ও শিরোমণি আকালি দলের মধ্যে যে দ্বিমুখী সরকার গড়ার পালা চলছিল পাঞ্জাবে, তার থেকে বেরিয়ে এলেন রাজ্যবাসী। এই রাজ্যে এখন আম আদমিদের সরকার। দলটির নাম আম আদমি পার্টি হলেও পাঞ্জাবে আম আদমিদের মধ্যে কে খাস আদমি হতে চলেছেন তাই নিয়ে চর্চা তুমুল।

   

রাজধানী দিল্লির সরকারে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর পাঞ্জাবে কে হবেন দ্বিতীয় কেজরি? দিল্লি থেকে যমুনা এক্সপ্রেস হয়ে যে দুরন্ত গতির গাড়ি ছোটে তার থেকেও জোরে প্রশ্নটির উত্তর খোঁজা চলছে।  ভোটের আগে আপ ঘোষণা করে তাদের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্দার ভাগবত মানকে।

ইতিহাস গড়েছেন কেজরি। তাঁর তৈরি দল এখন পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতায়। এতদিন আম আদমি পার্টি কেন্দ্রশাসিত দিল্লির ক্ষমতায়। তবে দিল্লি ছাড়িয়ে পাঞ্জাবের রাজনীতিতে দলটি ক্রমে শক্তি বাড়িয়েছে। কংগ্রেস শাসিত রাজ্যে আম আদমিদের বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল পৌর ভোটে। আর বিধানসভা ভোটে দেশ ছাড়িয়ে বিদেশেও চমক।

পাঞ্জাবের বাসিন্দাদের বড় অংশের সঙ্গে যোগ বিভিন্ন দেশের। কৃষক আন্দোলনে বিদেশে থাকা এই প্রবাসীদের বিপুল সমর্থন এসেছিল। তবে আন্দোলনের ফল ঘরে তুলতে পারল না কংগ্রেস ও আকালিরা। আন্দোলনে সরাসরি সমর্থন ছিল তাদের। তার বদলে আম আদমি পার্টির তরফে কৃষকদের আন্দোলনে গা বাঁচানো সমর্থন ছিল। ভোটের ফল বলছে পাঞ্জাবের ভোটাররা নতুন রাজনৈতিক সমীকরণকে বেছে নিলেন।

নয়াদিল্লিতে আপ যেমন, এখন পাঞ্জাবেও তেমনই। দলনেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পর দ্বিতীয় কেজরি কে তাই নিয়ে চলছে চর্চা।

ঝাঁট দিচ্ছেন কেজরি! পঞ্চনদের তীরে ঝাঁটা পড়ছে।