Omicron species: দিল্লিতে আক্রান্তদের শরীরে ওমিক্রন প্রজাতির ৯ উপ-প্রজাতির হদিশ

দিল্লিতে করোনার ( Omicron) সংক্রমণ ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। বুধবার রাজধানীতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁয়েছিল। বৃহস্পতিবার করোনায় দিল্লিতে একজন প্রাণ হারিয়েছেন। তবে সবচেয়ে…

COVID-19 pandemic

দিল্লিতে করোনার ( Omicron) সংক্রমণ ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। বুধবার রাজধানীতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁয়েছিল। বৃহস্পতিবার করোনায় দিল্লিতে একজন প্রাণ হারিয়েছেন।

তবে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হল, দিল্লিতে জিনোম সিকোয়েন্সিংয়ে ওমিক্রন প্রজাতির নয়টি উপ-প্রজাতির সন্ধান মিলেছে। এই নয় উপ-প্রজাতি দিল্লিতে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। চিকিৎসক মহল মনে করছেন, দিল্লিতে সংক্রমণ বৃদ্ধির জন্য ওমিক্রন-ই দায়ী।

পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে, চলতি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারে দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫০১ জন। কিন্তু বুধবার আক্রান্তের সংখ্যা হাজারের সীমা ছাড়িয়ে যায়। প্রাণঘাতী এই ভাইরাস যাতে দিল্লিতে নতুন করে আর না ছড়াতে পারে তার জন্য ইতিমধ্যেই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক ব্যবহার না করলে জরিমানা আদায়ের নিয়মও নতুন করে চালু হয়েছে।

কী কারণে দিল্লিতে এভাবে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে তার উত্তর খুঁজতে গিয়েই চোখ কপালে উঠেছে স্বাস্থ্যমন্ত্রকের। আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করাতে গিয়ে দেখা গিয়েছে, আক্রান্তদের শরীরে করোনার নতুন প্রজাতি ওমিক্রনের নয়টি উপ-প্রজাতি বাসা বেঁধেছে। দিল্লির বেশিরভাগ মানুষের শরীরে এই নতুন উপ-প্রজাতির হদিশ মিলেছে।

আক্রান্তদের শরীরে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বিএ-২ এবং ১২.১ নামক উপ-প্রজাতি। তবে আশার কথা এখনও এক্সই প্রজাতির সন্ধান মেলেনি।
দিল্লির স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেছেন, একা ওমিক্রন যে তাণ্ডব চালাচ্ছে তাতেই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এর সঙ্গে যদি এক্সই প্রজাতি যোগ দেয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লকডাউন জারি করা ছাড়া আর বিকল্প কোনও রাস্তা থাকবে না।