শাহরুখ খান কে? আমি তার সম্পর্কে বা ‘পাঠান’ ফিল্ম সম্পর্কে কিছুই জানি না…” শনিবার গুয়াহাটিতে সাংবাদিকদের প্রশ্নে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) খুব সংক্ষিপ্ত উত্তর ছিল। মিডিয়া কর্মীরা বজরং দলের কর্মীদের সহিংস বিক্ষোভ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুক্রবার বজরং দলের কর্মীরা শহরের নারেঙ্গিতে একটি প্রেক্ষাগৃহে ঢুকে ‘পাঠান’ ছবির পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেয়। এই থিয়েটারে ‘পাঠান’ ছবির স্ক্রিনিং হবে।
শর্মা বলেন, “খান আমাকে কিছু বলেনি। যদিও বলিউডের অনেকেই সমস্যা নিয়ে এমনটা করে থাকেন। তবে তারা ফোন করলে বিষয়টি খতিয়ে দেখব।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা ভঙ্গ করে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
বলিউড মেগাস্টার শাহরুখ খানের ছবি ‘পাঠান’-এর ‘বেশারম রঙ’ গানটিতে দীপিকা পাড়ুকোনকে গেরুয়া বিকিনিতে দেখা গেছে। এ জন্য শাহরুখ ও তার চলচ্চিত্রকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদসহ অন্যান্য সংগঠনের একাধিক নেতা ছবিটি নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
যখন সাংবাদিকরা তাকে বলেছিলেন, শাহরুখ খান একজন বলিউড সুপারস্টার, তখন শর্মা বলেছিলেন, রাজ্যের মানুষের হিন্দি ছবি নয়, অসমিয়া নিয়ে চিন্তিত হওয়া উচিত। তিনি বলেন, প্রয়াত নিপন গোস্বামী পরিচালিত অসমীয়া ছবি ‘ডক্টর বেজবারুয়া-পার্ট 2’ শীঘ্রই মুক্তি পাবে। মানুষের এটা দেখা উচিত।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’ মুক্তি পাবে ২৫ জানুয়ারি।