চলতি বছরে গোটা দেশে স্বাভাবিক বর্ষা হবে বলে জানিয়ে দিল মৌসম ভবন। এক বিবৃতিতে মৌসম ভবন জানিয়েছে, চলতি বছরে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ হবে স্বাভাবিক। তবে দেশের কোনও কোনও এলাকায় বৃষ্টিপাত হবে স্বাভাবিকের থেকে বেশি। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের কোনও কোনও অংশে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের এই বার্তা সরকার থেকে কৃষক সমাজ সকলের কাছেই স্বস্তিদায়ক।
এপ্রিলের শুরুতেই গোটা দেশে অস্বাভাবিক গরম পড়তে শুরু করেছে। কিছু এলাকায় এপ্রিলেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর তীব্র দাবদাহের সাক্ষী হবে গোটা দেশ। রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই দাবদাহ শুরু হয়ে গিয়েছে। বেলা ১০টার পর রাস্তাঘাট কার্যত জনমানবশূন্য হয়ে পড়ছে। এমনকী, যানবাহনের সংখ্যাও কমে যাচ্ছে। এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে এই তাপমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে মৌসম ভবন।
তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আপেক্ষিক আদ্রতার পরিমাণও অনেকটা বৃদ্ধি পেয়েছে। সে কারণেই বাড়ছে অস্বস্তিও। চৈত্র মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত একটি কালবৈশাখীর দেখা মেলেনি। গোটা দেশ যখন বর্ষা নিয়ে উদ্বেগে রয়েছে সে সময়ে মৌসম ভবন জানাল, এবার দেশে স্বাভাবিক বর্ষা হবে। মৌসম ভবনের এই বার্তা অবশ্যই কৃষকদের কাছে স্বস্তির খবর। স্বাভাবিক বর্ষা হওয়ার অর্থ হল, ভাল কৃষিকাজ। কৃষি কাজ ভাল হলে দেশের জিডিপি বৃদ্ধির সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।