টিপু সুলতানকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল মহারাষ্ট্রের রাজনীতিতে। বিতর্কের এক প্রান্তে বিজেপি অন্য প্রান্তে শিবসেনা। উল্লেখ্য, মুম্বইয়ের মালভানি এলাকার একটি পার্কের নামকরণ করা হয় টিপু সুলতানের নামে। বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানায় বিজেপি।
কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী আসলাম শেখের উপস্থিতিতেই ভারতীয় জনতা যুব মোর্চা, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা ওই পার্কের নাম পরিবর্তনের দাবিতে উদ্বোধনস্থলেই বিক্ষোভ দেখাতে শুরু করে।
বিজেপির দাবি, মহীশুরের শাসক টিপু সুলতান হিন্দুদের উপর অকথ্য অত্যাচার করেছিলেন। তাই তাঁর নামে জনসাধারণের ব্যবহার্য কোনও কিছুর নাম রাখা যাবে না। তবে বিষয়টি নিয়ে এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে শিবসেনা। পাশাপাশি পার্কের নাম বদল না করার ব্যাপারে অনড় মনোভাব দেখিয়েছে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের জোট সরকার। বৃহস্পতিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বিজেপিকে পাল্টা কটাক্ষ করে বলেন, কিছুদিন আগেই কর্নাটকে গিয়ে টিপু সুলতানের প্রশংসা করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টিপুকে দক্ষ শাসক ও স্বাধীনতা সংগ্রামী বলেছিলেন তিনি। তাহলে বিজেপি কি এবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করবে?
একই সঙ্গে রাউত অভিযোগ করেন, বিজেপি ইতিহাসকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে। তারা যত্রতত্র নাম বদলের খেলায় মেতেছে। তবে বিজেপি ভালো করবে যদি তারা নতুন ইতিহাস লেখার চেষ্টা না করে। দিল্লিতে ওরা সেই চেষ্টাই শুরু করেছে। তবে সফল হয়নি। বরং এই কাজ করতে গেলে মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবে। বিজেপি নেতারা ভাবে ইতিহাস সম্পর্কে শুধু ওদেরই জ্ঞান আছে। তাই ওরা ইতিহাস বদলে দিতে চায়। টিপু সুলতান কে ছিলেন, তিনি কী করেছিলেন তা আমরা সবাই জানি। এ বিষয়ে বিজেপির কাছ থেকে আমরা জানবো না।
অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ইতিহাস বলছে টিপু হিন্দুদের উপর নির্মম আচরণ করেছিলেন। তাই এধরনের এক ব্যক্তির সম্মান আমরা কখনই মানব না। টিপু সুলতানের নামে পার্কের নামকরণ করার সিদ্ধান্ত বাতিল করতেই হবে। অন্যদিকে, বিশ্ব হিন্দু পরিষদের সদস্য শিরাজ নায়ার বলেছেন, টিপু সুলতান একজন বর্বর শাসক ছিলেন। মহারাষ্ট্রে একটি পার্কের নামকরণ নিয়ে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে জোট সরকার।