ধীরে ধীরে সুস্থ হচ্ছেন লতা, ভেন্টিলেশনের বাইরে বের করা হল শিল্পীকে

দুই দিকে দুই চিত্র। বেশ কয়েকদিনের চিকিৎসার পর করোনা আক্রান্ত প্রবাদপ্রতিম সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আইসিইউতে থাকলেও তাঁকে ভেন্টিলেশন থেকে বের…

দুই দিকে দুই চিত্র। বেশ কয়েকদিনের চিকিৎসার পর করোনা আক্রান্ত প্রবাদপ্রতিম সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আইসিইউতে থাকলেও তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। বৃহস্পতিবার তাঁর পরিবারের পক্ষ থেকেই বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে কলকাতায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই খবর।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই করোনা আক্রান্ত লতা মঙ্গেশকরকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। করোনার সঙ্গে সঙ্গেই শিল্পী নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ৯২ বছরে এই শিল্পীকে যে কারণে প্রথম থেকেই রাখা হয়েছিল আইসিইউতে। লতার চিকিৎসার জন্য দেশের বিশিষ্ট ফুসফুস বিশেষজ্ঞ প্রতীত সমধানীর নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় লতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন এই প্রবীণ সংগীতশিল্পী। তাঁর শারীরিক অবস্থার বেশ ভালরকম উন্নতি হয়েছে। যে কারণে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আইসিইউতে রাখা হয়েছে। ভেন্টিলেশন ছাড়াই শিল্পী সুস্থ থাকেন কিনা সেটাই দেখে নিতে চাইছেন চিকিৎসকরা।

অন্যদিকে সাধারণতন্ত্র দিবসের রাত থেকেই প্রবীণ শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে শুরু করেন। চিকিৎসকদের পরামর্শে সঙ্গে সঙ্গেই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আরও ভাল চিকিৎসার জন্য শিল্পীকে বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে খবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই প্রবীণ সংগীতশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এদিন এসএসকেএম হাসপাতালে শিল্পীকে দেখতে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে শিল্পীর চিকিৎসা নিয়ে খোঁজখবরও নেন। জানা গিয়েছে, এই গায়িকার শরীরের জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এবং তাঁর ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছে।