HomeBharatভূমিধসে বিপর্যস্ত ওয়েনাড, মৃতের সংখ্যা ছাড়াল ৫০

ভূমিধসে বিপর্যস্ত ওয়েনাড, মৃতের সংখ্যা ছাড়াল ৫০

- Advertisement -

ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড (Wayanad)। মঙ্গলবার ভোররাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। যার জেরে ব্যপক ক্ষতিগ্রস্থ হয় গোটা এলাকা। ওই ঘটনায় বহুমানুষের প্রাণহানি হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ঘটনায় ইতিমধ্যেই ৪৩ জন মারা গিয়েছেন। বহু মানুষ নিখোঁজ। বিগত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণ চলছিল কেরলের ওয়েনাডে।

মূলত সমুদ্র উপকূলবর্তী রাজ্য হওয়ায় সেখানে স্বাভাবিকের তুলনায় অনেকসময়ই অধিক বৃষ্টিপাত হয়। এদিন গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টায় চলছে উদ্ধারকার্য। বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিত্সা চলছে। বেলা গড়াতেই বাড়তে থাকে নিহতদের সংখ্যা।

   

ভারী বৃষ্টি এবং ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাই এবং চুরাল মালা এবং নুলপুঝার মতো এলাকাগুলি।

গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে নিহতদের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ টাকা ঘোষণা করেন তিনি।

 

পাশাপাশি ওয়েনাডের কংগ্রেস সাংসদ তথা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এই ঘটনায় শোকপ্রকাশ করেন। রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন বলে নিজের এক্স হ্যান্ডেলে জানান রাহুল।

 

উদ্ধারকাজে গতি বাড়াতে ইতিমধ্যেই নামানো হয়েছে সেনাবাহিনী। ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টারকেও মোতায়েন করা হয়েছে।

 

 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular