Viral Video: প্রবল তুষারপাতের মধ্যে জরুরি অবতরণ হেলিকপ্টারের

প্রবল তুষারপাত শুরু হয়েছে কেদারনাথে। এরই মাঝে সোমবার কেদারনাথে বিপজ্জনক অবতরণ করল একটি হেলিকপ্টার। আর অবতরণের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওটির পর…

প্রবল তুষারপাত শুরু হয়েছে কেদারনাথে। এরই মাঝে সোমবার কেদারনাথে বিপজ্জনক অবতরণ করল একটি হেলিকপ্টার। আর অবতরণের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওটির পর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরাখণ্ডে চলছে চার ধাম যাত্রা। ইতিমধ্যে এ বছর বহু যাত্রী যাতায়াত করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সেই সংখ্যাও ১০০ ছাড়িয়েছে। এসবের মাঝেই কেদারনাথের আরও একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অনিয়ন্ত্রিত হেলিকপ্টারের বিপজ্জনক অবতরণ। সেই অবতরণের ফলে প্রাণ বাঁচাতে ছুটতে দেখা যায় বহু পর্যটককেও।
কেদারনাথের এই ভিডিওটি ৩১ মে-র বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, হেলিপ্যাডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার নামার কথা থাকলেও কিছু কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণহীন হয়ে সরাসরি মাটিতে আছড়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি দ্রুত মাটির দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময় সেখানে বহু মানুষ রয়েছেন। হেলিকপ্টারটি মাটিতে আঘাত করার সাথে সাথেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা চারপাশে দৌড়াতে শুরু করে।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর, ডিজিসিএ অপারেশনের জন্য কঠোর নির্দেশ জারি করেছে। দায়িত্বশীল অপারেটিং কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর।
তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিং করলেও তা যাত্রীদের থেকে কিছুটা দূরে পড়ে যায়। এ কারণে মানুষও সময় মতো চলে যাওয়ার সুযোগ পেয়ে বড় ধরনের দুর্ঘটনাও এড়ানো গেছে।