Breaking News: মুখ্যমন্ত্রীর সভাস্থলে আগুন উত্তেজিত জনতার, জারি ১৪৪ ধারা

বৃহস্পতিবার রাতে মণিপুরের মুখ্যমন্ত্রী (Manipur Chief Minister) এন বীরেন সিংয়ের সভাস্থলে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। আজ ওই সভাস্থলে একটি জনসভা করার কথা ছিল বীরেন সিংয়ের।

Crowd sets fire to Manipur Chief Minister's meeting place

বৃহস্পতিবার রাতে মণিপুরের মুখ্যমন্ত্রী (Manipur Chief Minister) এন বীরেন সিংয়ের সভাস্থলে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। আজ ওই সভাস্থলে একটি জনসভা করার কথা ছিল বীরেন সিংয়ের। জানা গেছে, সংরক্ষিত জঙ্গল ও জলাভূমির সমীক্ষার প্রতিবাদেই এই কাণ্ড ঘটায় স্থানীয় আদিবাসী সংগঠনের সদস্যরা।

Advertisements

অগ্নিসংযোগের পরই চুড়াচাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস থিয়েনলাটজয় গাংটে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

   

ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরামের তরফে রাজ্যে বনধ ডাকা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষজনকে রাস্তায় নামার আবেদন জানিয়েছে সংগঠন।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যে বনধ ডেকেছে ফোরাম।রাজ্যে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে, তার জন্যই আপাতত ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।

আদিবাসী সংগঠনের অভিযোগ, সংরক্ষিত জঙ্গল ও জলাভূমি থেকে অসংবেদনশীল ভাবে মানুষজনকে সরিয়ে দেওয়া হচ্ছে। সরকারের কাছে এই সমীক্ষা বন্ধের আর্জি জানানো হয়েছিল। রাজ্য সরকার একাধিক গীর্জা ভেঙে দেওয়ায় তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত পৌঁছেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গতকালের হামলার ভিডিয়ো। ভিডিয়োতে দেখা গেছে, মুখ্যমন্ত্রীর সভাস্থলে রাখা চেয়ার-টেবিল উলটে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌছায় স্থানীয় প্রশাসন।