আবার গোরুর গুঁতুনিতে ভাঙল বন্দে ভারত(Vande Bharat express) এক্সপ্রেসের মুখ। এ যেন গোরু বিপাক চলছে মোদীর স্বপ্নের ট্রেনের। বন্দে ভারতের মুখ ভেঙে যাওয়া তীব্র কটাক্ষ শুরু দেশে।
পিটিআই সূত্রে খবর, গুজরাটের অতুল স্টেশনের কাছে লাইনের উপর চলে আসে একপাল গোরু। তাদের শিংয়ের ধাক্কায় বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে পড়ে। রেলকর্মীরা সেই ইঞ্জিন মেরামত করতে আসেন।
জানা যাচ্ছে গুজরাটের অতুল স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস আধ ঘন্টা দাঁড়িয়ে ছিল। পরে ইঞ্জিনের সামনের অংশ ঠিক করার পর সেটি ফের যাত্রা শুরু করে।
এ নিয়ে পরপর তিনবার বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ল। বার বার কেন গোরুর গুঁতুনি খাচ্ছে এই ট্রেন? উঠছে এই প্রশ্ন।
গুজরাট বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন। অভিযোগ, তিনি ভোটারদের প্রভাবিত করছেন।
সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের মাথার মুকুট বলে দাবি করেছে রেল মন্ত্রক। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটির সংখ্যা বাড়বে আগামী বছর ১৫ আগস্টের মধ্যে ৭৫ টিতে। প্রধানমন্ত্রী বলেছেন দেশ জুড়ে চলবে এই ট্রেন। হাওড়া থেকে কবে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস তা নিয়ে জল্পনা চলছে।