J&K: বৈষ্ণোদেবী মন্দিরে ভিড়ের চাপে মৃত ১২

News Desk: বৈষ্ণোদেবী মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। জখম একাধিক দর্শনার্থী। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা।

বর্ষবরণের গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে। ভিড়ের মধ্যে বচসা থেকে ধাক্কাধাক্কি তার জেরে মর্মান্তিক এই ঘটনা।

   

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের জন্য ১ লক্ষ এবং আহতদের পঞ্চাশ হাজার করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন