Uttarkashi: উত্তরকাশীর সুড়ঙ্গে চলছে মানুষে-পাথরে লড়াই, ফের শুরু উদ্ধারকাজ

বড় ধরণের সাফল্য পেল উত্তরকাশীর (Uttarkashi) টানেল ধসে আটকে পড়া ৪১ জন শ্রমিকের উদ্ধার অভিযানে। সুড়ঙ্গ খনন ও পাইপ বসিয়ে শ্রমিকদের বের করে আনতে ব্যবহৃত…

Uttarkashi tunnel opertaion

বড় ধরণের সাফল্য পেল উত্তরকাশীর (Uttarkashi) টানেল ধসে আটকে পড়া ৪১ জন শ্রমিকের উদ্ধার অভিযানে। সুড়ঙ্গ খনন ও পাইপ বসিয়ে শ্রমিকদের বের করে আনতে ব্যবহৃত আমেরিকান অগার মেশিন খারাপ হতেই থমকে গিয়েছিল উদ্ধারকাজ। এবার সেই অগার মেশিনকে কেটে বের করে আনা সম্ভব হয়েছে। ফলে পুনরায় কাজ শুরু করা সম্ভব হয়েছে। ফলে আশার আলো দেখছে আটকে পরা শ্রমিকের পরিবার এবং উদ্ধার কর্তৃপক্ষ।

রিপোর্ট অনুযায়ী, আমেরিকান অগার মেশিনের একটি বড় অংশ এখন প্লাজমা কাটার সাহায্যে কেটে বের করা হয়েছে। এরই মধ্যে আমেরিকান ড্রিলিং মেশিন মেরামতের কাজও চলছে। উদ্ধারকারী দলের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টা থেকে অবশিষ্ট কাজ শুরু হবে। ম্যানুয়ালি ড্রিলিং অর্থাৎ হাত, শাবল, গাঁইতির মাধ্যমেই হবে খনন। এখন শ্রমিকদের থেকে দূরত্ব মাত্র ১০ থেকে ১২ মিটার। এরপর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা হবে বলে আশা করা যায়।

ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং এনএইচআইডিসিএলের এমডি মাহমুদ আহমেদ বলেন, উল্লম্ব খননের কাজ দ্রুত গতিতে চলছে। তিনি বলেন, এখন পর্যন্ত ১৯.২ মিটার উল্লম্ব খনন করা হয়েছে। পূর্ণ গতি ও সতর্কতার সঙ্গে আরও কাজও করা হচ্ছে। উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি মহেন্দ্র ভাট জানিয়েছেন, উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের জন্য সমস্ত মেশিন পুরোদমে কাজ করছে। দেশ-বিদেশ থেকে মেশিন অর্ডার করা হয়েছে। শিগগিরই সব মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৫ দিন ধরে উত্তরকাশীর টানেলে আটকে রয়েছেন বাংলার ৩ সহ মোট ৪১ জন শ্রমিক। বিগত কয়েকদিনে উদ্ধারকাজে গতি এসেছিল। তবে হিমালয়ের খামখেয়ালিপনার জেরে বারবারই থমকেছে ড্রিলিংয়ের কাজ। এর জেরে এখনও টানেলে বসেই প্রহর গুনতে হচ্ছে ৪১ জন শ্রমিককে।