Uttarakhand: ভাঙন ভাইরাসের হামলা উত্তরাখণ্ডে, দ্রুত ভ্যাকসিন দিল বিজেপি

দল বিরোধী কাজের অভিযোগ। ক্যাবিনেট থেকে মন্ত্রীকে বহিষ্কার করলেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আলোচিত বিজেপি (BJP) মন্ত্রী হরক সিং রাওয়াতকে (Harak Singh Rawat)…

Uttarakhand

দল বিরোধী কাজের অভিযোগ। ক্যাবিনেট থেকে মন্ত্রীকে বহিষ্কার করলেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আলোচিত বিজেপি (BJP) মন্ত্রী হরক সিং রাওয়াতকে (Harak Singh Rawat) দল থেকে আগেই সাসপেন্ড করেছিল ভারতীয় জনতা পার্টি। এবার বহিষ্কার৷

জানা গিয়েছিল, পুত্রবধূর সঙ্গে কংগ্রেস (Congress) শিবিরে গিয়েছিলেন বিজেপির ক্যাবিনেট মন্ত্রী। প্রতিপক্ষ দলের সঙ্গে হাত মিলিয়ে কথা অনেক দূর পর্যন্ত হয়েছিল বলে অনুমান বিজেপির। সোমবার হয়তো সরকারিভাবে ভাজপা ত্যাগ করে দু’জনে নাম লেখাতেন কংগ্রেসে। শোনা যাচ্ছে, উত্তরাখণ্ডে (Uttarakhand) আসন্ন নির্বাচনের আগে বেশ লোভনীয় অফার দেওয়া হয়েছিল রাওয়াত পরিবারের দু’জনকে। দেরাদুনের দইবালা কেন্দ্রের টিকিট পেতে পারেন হরক সিং। পুত্রবধূ তাকিয়ে রয়েছেন ল্যান্সডাউনের আসনের দিকে।

   

মন্ত্রীকে অপসারণের ব্যাপারে বিবৃতি রেখেছে উত্তরাখণ্ড বিজেপি। রাজ্য শাখার সভাপতি মদন কৌশিক জানিয়েছেন যে দল বিরোধী কোনো কাজকেই বরদাস্ত করা হবে না। সে কারণেই এক কঠিন সিদ্ধান্তের মাধ্যমে সকলের কাছে এক বার্তা দিতে চেয়েছে নেতৃত্ব।

ভারতীয় রাজনীতিতে হরক সিং বন্দিত এক নাম। একের পর এক সাফল্য অর্জন করেছেন নিজের কেরিয়ারে৷ ১৯৯০ সালে তিনি ছিলেন উত্তর প্রদেশ সরকারে৷ পাউরি থেকে জিতেছিলেন। এরপর উত্তরাখণ্ডেও একের পর এক জয়। ল্যান্সডাউনকে কার্যত নিজের গড় বানিয়েছিলেন হরক। ২০০২ এবং ২০০৭ সালে জিতেছিলেন এই আসন থেকে৷ ২০১৭ সালে রুদ্রপ্রয়াগে পরেছিলেন বিজেতার মালা।