আরও এক মৃত্যু সংবাদ। শাঁওলি মিত্রের প্রয়াণ শোক কাটিয়ে ওঠার আগে নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি শিল্পী বিরজু মহারাজ (Birju Maharaj)। নৃত্য জগতে এক অধ্যায়ের সমাপ্তি। ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
জানা গিয়েছে, রবিবার রাতে তিনি খেলছিলেন নাতনির সঙ্গে। সেই সময় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির সাকেত হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে বিরজু মহারাজের৷
সোমবার ভোরে মিলেছে তাঁর জিবনাবসানের খবর। বিরজু মহারাজের মৃত্যু শুধু ভারতেই নয়, বিশ্বজোড়া নৃত্য জগতের এক কাছে শোক বার্তা। লখনউ কালকি বিন্দানি ঘরানায় বুৎপত্তি ছিল তাঁর। দুই কাকা শম্ভু মহারাজ ও লাচ্ছু মহারাজও ছিলেন নৃত্য শিল্পে পারদর্শী। আন্তর্জাতিক বহু অনুষ্ঠানে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন৷
১৯৮৬ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন বিরজু পন্ডিত। কত্থক শিল্প ঘরানার ‘মহারাজ তিনি। সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, কালিদাস, লতা মঙ্গেশকর পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল তাঁকে। সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’তে কাজ করেছিলেন। ২০০২ সালের ‘দেবদাস’ ছবিও অবদান রেখেছিলেন। এছাড়াও বহু সিনেমাও কাজ করেছিলেন কোরিওগ্রাফার হিসেবে।