Uttar Pradesh: বিজেপি জয়ের উল্লাস করায় গণপিটুনিতে মৃত্যু বাবরের

ফের শিরোনামে গণপিটুনি। এরও একবার গণপিটুনির শিকার মুসলিম যুবক। কিন্তু এবার গোমাংস বা সমতুল বিষয় নিয়ে এই হত্যাকান্ড নয়। মুসলিম হয়ে বিজেপিরকে সমর্থন করায় ইহলোকের…

Muslim Youth Killed by Neighbours for Celebrating BJP Victory

ফের শিরোনামে গণপিটুনি। এরও একবার গণপিটুনির শিকার মুসলিম যুবক। কিন্তু এবার গোমাংস বা সমতুল বিষয় নিয়ে এই হত্যাকান্ড নয়। মুসলিম হয়ে বিজেপিরকে সমর্থন করায় ইহলোকের মায়া ত্যাগ করতে হল ওই যুবককে। ঘটনাটি যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশিনগরের। মৃত ওই যুবকের নাম বাবর। পেশায় ব্যবসায়ী ওই যুবক বিজেপির সমর্থক ছিলেন। যা নিয়ে স্থানীয় মুসলিম মহল্লায় তাঁর প্রতি ক্ষোভ ছিলই। তবে সেই ক্ষোভ ছিল চাপা। কিন্তু বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি জয়লাভ করতেই উচ্ছ্বাস প্রকাশ করে বাবর। সেই সঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন তিনি।

সেই স্লোগান দেওয়াটাই কাল হয়ে দাঁড়াল বাবরের জীবনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে গত ২০ মার্চ ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে নিজের দোকান থেকে ফিরছিলেন বাবর। সেই সময় বেশ কয়কজন স্থানীয় তাঁর উপর হামলা চালায়। সেই সময় প্রাণ বাঁচাতে পালিয়ে একটি বাড়ির ছাদে চলে যায় বাবর। এরপর অভিযুক্তদের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে যান বাবর। পরে হাসপাতালে মৃত্যু হয় বাবরের।

বিতর্কের শুরু দিন দুই আগে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর দলের বিজয় মিছিলে সামিল হয়েছিলেন বাবর। তবে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একাংশ বাবরের এই বিজেপি প্রীতি মেনে নিতে পারেনি । এর জেরে তার সম্প্রদায়ের মানুষজনই বাবরকে গণধোলাই দেয়। এর আগেও বিজেপিকে সমর্থন করায় বাবরকে হুমকির মুখে পড়তে হয়েছিল। এই বিষয়ে নাকি পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি।

এই ঘটনায় ইতিমধ্যেই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, অভিযুক্তদের উপযুক্ত শাস্তি না হলে বাবরের শেষকৃত্য না করার জেদ ধরেছে বাবরের পরিবার। স্থানীয় বিধায়ক পঞ্চানন্দ পাঠক ইতিমধ্যেই দেখা করেছেন মৃতের পরিবারের সঙ্গে। তাঁর আশ্বাসেও চিঁড়ে ভেজেনি।