Uttar Pradesh: সাপের ঠোঁটে চুমু খেয়ে প্রাণ হারাতে হল স্টান্ট দেখানো ব্যক্তির

উত্তর প্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া জেলার খুখুন্দু থানা এলাকার জামুয়া গ্রামে রবিবার সাপ ধরে স্টান্টিং শুরু করেন এক বাইক আরোহী

Uttar Pradesh Man Doing Stunt With Snake

উত্তর প্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া জেলার খুখুন্দু থানা এলাকার জামুয়া গ্রামে রবিবার সাপ ধরে স্টান্টিং শুরু করেন এক বাইক আরোহী। প্রাণের ঝুঁকি নিয়ে শখ দেখাতে মূল্য দিতে হয়েছে যুবককে। সাপের জিভে স্পর্শ করতে গিয়ে এক ছোঁবলেই মৃত্যু হল৷ ঘটনায় পর আতঙ্কিত স্বজনরা।

জামুয়া গ্রামে একটি বিষধর সাপ দেখে গ্রামবাসীরা গ্রামের বাসিন্দা সন্তোষ বলে এক যুবককে ডেকে আনে। মাত্র ১০ মিনিটে সাপটিকে ধরে ফেলেন সন্তোষ। এরপর কাপড়ে মুড়িয়ে বাড়ির কাছে নিয়ে আসে। গ্রামের লোকজনের সামনে সাপটিকে হাতে নিয়ে কৌশল দেখাতে থাকে। বহুবার মানুষ তাকে বারণ করলেও তিনি রাজি হননি।

এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে তার বাকবিতণ্ডাও হয়। বাইক চালাতে গিয়ে সাপ নিয়ে স্টান্টিং শুরু করেন সন্তোষ। তিনি একবার সাপটিকে তার জিভে স্পর্শ করেছিলেন। কখনো সে সাপটিকে কাঁধে নিয়ে খেলতে থাকে আবার কখনো মাটিতে ফেলে রেখে যায়।

এসময় সাপ তাঁকে কামড়ালে তার অবস্থার অবনতি হয়। সন্ধ্যায় তার মৃত্যু হয়। এসও নবীন সিং জানান, বিষয়টি জানানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।