UP: যোগী সরকার শ্মশান তৈরি করেছে, আমরা স্কুল কলেজ হাসপাতাল তৈরি করব: কেজরিওয়াল

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা নির্বাচন (assembly election) যত এগিয়ে আসছে ততই রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে রাজনৈতিক কাজিয়া বাড়ছে। রাজ্যের বিজেপি সরকারকে (bjp goverment) কড়া…

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা নির্বাচন (assembly election) যত এগিয়ে আসছে ততই রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে রাজনৈতিক কাজিয়া বাড়ছে।

রাজ্যের বিজেপি সরকারকে (bjp goverment) কড়া ভাষায় আক্রমণ করে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ  (aravind kejriwal) বললেন, উত্তরপ্রদেশে ৫ বছর ক্ষমতায় থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath) এখানে শুধু শ্মশান বানিয়েছেন। শ্মশান যাতে নিয়মিত প্রচুর মানুষ যায় তার ব্যবস্থাও করেছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশের বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর জন্য সরাসরি যোগীকেই দায়ী করেন কেজরিওয়াল। 

লখনউয়ে এক জনসভায় কেজরি বলেন, গোটা বিশ্বের মধ্যেই উত্তরপ্রদেশ সরকারই করোনা পরিস্থিতি সামাল দিতে সবচেয়ে ব্যর্থ হয়েছে। যোগী সরকারের ব্যর্থতার কারণেই রাজ্যে মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। এই সরকার পাঁচ বছরে রাজ্যের উন্নয়নের কোনও কাজই করতে পারেনি। এই সরকার রাজ্যকে শ্মশান বানিয়ে ছেড়েছে। শ্মশানে কিভাবে আরও বেশি লোক পাঠানো যায় তার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী যোগী নিজে। উত্তরপ্রদেশের ৪০৩ টি বিধানসভা আসনের প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে আপ।

দলের প্রচারে এসে বিজেপি সরকারকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন, যোগী সরকার শুধু বিজ্ঞাপনের পিছনে পয়সা খরচা করে। আসলে কাজের কাজ কিছুই করে না। যোগী সরকার আমেরিকার পত্রিকাতেও পাতাজুড়ে বিজ্ঞাপন দিচ্ছে। এভাবেই সরকারি টাকা নয়ছয় করছে। দিল্লিতে যোগী সরকার ৮৫০টি হোর্ডিং দিয়েছে। অথচ রাজধানীতে দিল্লি সরকারের হোর্ডিংয়ের সংখ্যা মাত্র ১০৮। এ থেকেই বোঝা যায় যোগী সরকার কীভাবে অর্থ অপব্যয় করছে।

একইসঙ্গে কেজরি প্রতিশ্রুতি দেন, মানুষ যদি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেন তবে আমরা এরাজ্যে স্কুল, কলেজ, হাসপাতাল করব। কীভাবে মানুষের দৈনন্দিন জীবনের উন্নতি করা যায় আমরা তা করে দেখাবো। যেমনটা আমরা দিল্লিতে করেছি। একইসঙ্গে পূর্ববর্তী সমাজবাদী পার্টি সরকারকে আক্রমণ করে কেজরি বলেন, সপা সরকার উত্তরপ্রদেশে শুধুই কবরস্থান তৈরি করেছিল। উন্নয়নের কোনও কাজই করতে পারেনি।