G 20: ঘরে করোনা আক্রান্ত স্ত্রীকে রেখে মোদীর সাথে বৈঠকের জন্য এলেন বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এলেন ভারতে। G 20 শিখর সম্মেলনে তাঁর আসা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কারণ বাইডেনের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিল…

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এলেন ভারতে। G 20 শিখর সম্মেলনে তাঁর আসা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কারণ বাইডেনের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা আক্রান্ত। ৭৭ বছরের জিল এখন আ়ইসোলেশনে। আর ৮০ বছরের বাইডেন স্ত্রীকে রেখে ভারত সফরে। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট করোনা সংক্রমিত নন। ফলে তাঁর সফর হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের এটাই প্রথম ভারত সফর। তিনি এসেছেন জি ২০ বৈঠকে যোগ দিতে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ অধিবেশনের পরই অন্যতম শীর্ষ আন্তর্জাতিক সম্মেলন হল জি ২০। এতে বিশ্বের কুড়িটি আর্থিক শক্তিশালী দেশ সদস্য। এই তালিকায় আছে, চিন, রাশিয়া ইংল্যান্ড, ফ্রান্স,জাপান, জার্মানি, ইতালির মতো দেশ। তবে নয়াদিল্লির সম্মেলনে অাসছেন না রুশ প্রেসিডেন্ট পুতিন ও চিনের প্রেসিডেন্ট জিনপিং।

জি ২০ শিখর সম্মেলন উপলক্ষে একাধিক দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের আগমনের চাঁদের হাট বসেছে দিল্লিতে। সম্মেলনে চিনের প্রেসিডেন্ট না এলেও আসছেন দেশটির প্রধানমন্ত্রী। তবে নজর কেড়ে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ জি ২০ অন্তর্ভুক্ত না হলেও শেখ হাসিনাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়। তিনি দুটি অধিবেশনে ভাষণ দেবেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের অাসার কিছু আগে মোদী ও হাসিনার মধ্যে বিশেষ বৈঠক হয়েছে।

পিটিআই জানাচ্ছে, আনুষ্ঠানিক সম্মেলন শুরুর আগে শুক্রবার বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী। ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার দিকে মনোযোগ দিয়ে হবে এই দ্বিপাক্ষিক আলোচনা। শক্তি, বাণিজ্য, উচ্চ-প্রযুক্তি, প্রতিরক্ষা এবং বিশ্বের মুখোমুখি কিছু চাপের চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশ কীভাবে অবদান রাখতে পারে তা নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করবেন।পিটিআই জানাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।