মেয়াদ শেষের ৫ বছর আগেই ইস্তফা ইউপিএসসি-র চেয়ারম্যান মনোজ সোনি-র

পদত্যাগ করলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) চেয়ারম্যান মনোজ সোনি। ব্যক্তিগত কারণ দর্শিয়ে ইস্তফা দিয়েছেন মনোজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। ইউপিএসসি চেয়ারম্যান…

UPSC chairman Manoj Soni resigns, ইস্তফা ইউপিএসসি-র চেয়ারম্যান মনোজ সোনি-র

পদত্যাগ করলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) চেয়ারম্যান মনোজ সোনি। ব্যক্তিগত কারণ দর্শিয়ে ইস্তফা দিয়েছেন মনোজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

ইউপিএসসি চেয়ারম্যান হিসাবে মেয়াদ শেষ হওয়ার ৫ বছর আগেই চাকরি ছাড়লেন মনোজ সোনি।

   

২০১৭ সালে মনোজকে ইউপিএসসি সদস্য করেছিল কেন্দ্রীয় সরকার। ২০২৩-এ ইউপিএসসি-র চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ সোনি। এই পদে তাঁর চাকরির মেয়াদ ৬ বছর থাকার কথা ছিল। ২০২৯ সাল পর্যন্ত এই চাকরি থাকলেও তিনি ২০২৪ সালেই পদত্যাগ করলেন। তবে তা গৃহিত হওয়ার বিষয়টি নির্ভর করছে রাষ্ট্রপতির উপর।

সম্প্রতি ট্রেনি আইএএস পূজা খেদকারের নিয়োগ ঘিরে ইউপিএসসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরই আচমকা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মনোজ। জল্পনা যে, খেদকারের নিয়োগে অনিয়মের দায় মাথায় নিয়েই সরে গেলেন মনোজ সোনি। যদিও, সোনি ঘনিষ্ঠ মহলের দাবি করেছেন যে, তাঁর এই পদত্যাগ কোনও ভাবেই পূজা খেদকর বিতর্কের সঙ্গে সম্পর্কিত নয়।

বিমানে তরুণীকে অশ্লীল ভিডিও দেখানো-শরীর স্পর্শের চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় জিন্দাল কর্তা

২০২২ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষায় ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের প্রার্থীপদ বাতিলের জন্যে শোকজ নোটিশ ইস্যু করেছে ইউপিএসসি। এছাড়া, পূজা খেদকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইউপিএসসি। ইউপিএসসির তরফে জানানো হয়েছে, পূজার ‘কুকীর্তি’ নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে নাম, বাবার নাম, মায়ের নাম, ছবি, স্বাক্ষর, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজের পরিচয় গোপন করেছেন পূজা। সেই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ শুরু করা হয়েছে।

ক্ষতবিক্ষত বাংলাদেশ! সীমান্ত পেরিয়ে প্রাণভয়ে ভারতে ফিরছেন পড়ুয়ারা