বিজেপি সরকারের আমলে ফের উত্তর প্রদেশ (UP) থেকে এলো সংখ্যালঘুদের নিয়ে হুমকি। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে এক হিন্দুত্ববাদী নেতার হুমকি, মুসলিম মহিলাদের অপহরণ করে তাদের প্রকাশ্যে ধর্ষণ করা হোক। অভিযোগ, পুলিশের সামনেই এমন হুমকি দেওয়া হয়। ভাষণ শুনে জনতা প্রবল আনন্দে হাততালি দিতে শুরু করে।
উত্তরপ্রদেশের সীতাপুর জেলার ঘটনা। ভিডিওটি সীতাপুর জেলার খয়রাবাদ শহরের শেষেওয়ালি মসজিদের সামনে তোলা হয়। উস্কানিমূলক বক্তৃতা করা ব্যক্তি স্থানীয় মহন্ত হিসেবে পরিচিত।
https://twitter.com/i/status/1512036559960248323
এই ভিডিও ভাইরাল হওয়ায় বিতর্কে পড়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছে গেরুয়া পোশাক পরা এক ব্যক্তি মাইক্রোফোন নিয়ে বক্তৃতা দিচ্ছে। সে বলছেন, কোনও মুসলিম যদি এলাকার কোনও এক হিন্দু মেয়েকে উত্যক্ত করে, তাহলে আমি তার বউ মেয়েদের ঘর থেকে তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করব। এই বক্ত্যবের পরই সামনে থাকা জনতা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়।