UP Election 2022: লখনউ দখলের লড়াই শুরু, পরীক্ষা মোদী-যোগীর

অপেক্ষার অবসান ঘটল। নির্বাচনী ঢাকে কাঠি পড়ল। বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটের মাধ্যমে শুরু হল পাঁচ রাজ্যের নির্বাচন পর্ব। ২০২২-এর বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে…

অপেক্ষার অবসান ঘটল। নির্বাচনী ঢাকে কাঠি পড়ল। বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটের মাধ্যমে শুরু হল পাঁচ রাজ্যের নির্বাচন পর্ব।

২০২২-এর বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৭ দফায় ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে ১১ টি জেলার ৫৮ টি আসনে লড়বেন মোট ৬২৩ জন‌ প্রার্থী। বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস, বিএসপি প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ ক্ষেত্রে লড়াইয়ে জয় পেতে প্রস্তুতির কমতি রাখেননি। প্রত্যেকটি দল। থেকেই নজর কেড়েছে হেভিওয়েট প্রার্থীরা।

   

নির্বাচন কমিশনের নির্দেশে গত মঙ্গলবারেই প্রথম দফার ভোট প্রচার শেষ হয়েছে। করোনা বিধি মেনে প্রায় আড়াই কোটি ভোটারকে নিয়ে বৃ‌হস্পতিবার সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দফার ভোটে নজরে রয়েছেন কপিল দেব আগরওয়াল , সুরেশ রানা, সন্দ্বীপ সিং, শ্রীকান্ত শর্মা, জিএস ধর্মেশ প্রমুখ।

উত্তরপ্রদেশের আলিগড়, মথুরা, আগ্রা, শামলি, হাপুর, গৌতম বুদ্ধ নগর, মুজাফফর নগর, মিরাট, বাগপথ, গাজিয়াবাদ, বুলন্দশহর, মেরঠ জেলায় সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি ও সপা-আরএলডি জোট। কংগ্রেস তেমন প্রভাব ফেলতে পারবে না বলেই মনে করা হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে ৫৮ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৫৩ টি আসন। সপা ও বিএসপি দুটি করে আসনে জয়লাভ করে। এবার উত্তরপ্রদেশের দখল সপার হাতে যায় নাকি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর গদি ধরে রাখেন জানতে অপেক্ষা করতে হবে ১০ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষপুর বিধানসভা থেকে প্রার্থী হয়েছেন।