UP Election 2022: প্রথম দফার প্রার্থী তালিকায় বড় চমক সমাজবাদী পার্টির

শেষ পর্যন্ত সোমবার বিকেলে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (up election 2022) প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো সমাজবাদী পার্টি। প্রথম দফা প্রার্থী তালিকায় রয়েছে ১৫৯ জনের…

Akhilesh Yadav

শেষ পর্যন্ত সোমবার বিকেলে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (up election 2022) প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো সমাজবাদী পার্টি। প্রথম দফা প্রার্থী তালিকায় রয়েছে ১৫৯ জনের নাম। এই তালিকায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন অখিলেশ ও তাঁর কাকা শিবপাল যাদবের নাম। রয়েছে বিতর্কিত নেতা আজম খানের নামও।

প্রকাশিত প্রার্থী তালিকা থেকে জানা গিয়েছে, প্রত্যাশা মতই অখিলেশ লড়বেন কারহাল বিধানসভা কেন্দ্র থেকে। কাকা শিবপাল যাদব লড়াই করবেন যশবন্তনগর বিধানসভা কেন্দ্রে। রামপুর কেন্দ্র আজম খান এবং কৈরানা কেন্দ্রে নাহিদ হাসানকে টিকিট দেওয়া হয়েছে। সম্প্রতি সপায় যোগ দেওয়ার বেশ কয়েকজনের নামও রয়েছে প্রথম দফার প্রার্থী তালিকায়। যার মধ্যে রয়েছে বিএসপি থেকে আসা দাদ্দু প্রসাদ, কংগ্রেস থেকে আসা সুপ্রিয়া অরুণ এবং বিজেপি থেকে আসা ব্রিজেন্দ্র প্রজাপতি। কয়েকদিনের মধ্যেই বাকি কেন্দ্রগুলির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে সপার পক্ষ থেকে জানানো হয়েছে।

সপার এদিনের প্রার্থী তালিকায় চমক বলতে শিবপাল যাদবের নাম। কারণ কিছুদিন আগেই ভাইপো অখিলেশের সঙ্গে বিতর্কে জড়িয়ে ছিলেন কাকা। শেষপর্যন্ত কাকা ভাইপোর বিরোধের যে অবসান হয়েছে শিবপালকে টিকিট দেওয়া তারই প্রমাণ। তবে বৃদ্ধ বয়সে খুব একটা শান্তিতে নেই সপার প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। কারণ গত সপ্তাহে তাঁর ছোট ছেলের স্ত্রী অপর্ণা যাদব এবং মুলায়মের শ্যালক বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন দলের প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে অখিলেশ সরাসরি জনমত সমীক্ষাকে উড়িয়ে দিয়েছেন। একাধিক জনমত সমীক্ষা বলছে, আসন কমলেও যোগীর নেতৃত্বে বিজেপিই উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরবে। কিন্তু অখিলেশ এই জনমত সমীক্ষাকে এদিন ওপিনিয়ন পোল নয় ‘আফিম পোল’ তীব্র কটাক্ষ করেছেন।