UP Election 2022 : উত্তর প্রদেশের একশো আসনে ‘ভোট কাটুয়া’ আসাদউদ্দিন

UP Election 2022

উত্তর প্রদেশেও (UP Election 2022) প্রার্থী দিচ্ছেন আসাদউদ্দিন ওয়েসি। রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংককে টার্গেট করেই যে তিনি মাঠে নামবেন তা বলাই বাহুল্য। বিহার নির্বাচনের পর এই আসাদউদ্দিনের গায়ে লেগেছিল ‘ভোট কাঠুয়া’, ‘বিজেপির বন্ধু’ ইত্যাদি লেবেল।

সোমবার মিম প্রধান আসাদউদ্দিন জানিয়েছেন, ‘উত্তর প্রদেশ নির্বাচনে আমরা ১০০ টা আসনে লড়ব। প্রার্থীদের নাম ক্রমশ জানানো হবে। করোনা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের কথা মাথায় রেখে আমরা অনলাইনে প্রচার চালানোর ওপর গুরুত্ব দেবো।’

   

উত্তর প্রদেশে প্রায় ৮০ শতাংশ হিন্দু ভোট রয়েছে। যে দিকে পাখির চোখ ভারতীয় জনতা পার্টির। তাদের ভোট ব্যাংকে ফাটল ধরানো নীল নকশা তৈরি করেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। মায়াবতীও থাকবেন ভোট কাটার অংকে। ওয়েসির দল ঝাপাবে রাজ্যের মুসলিম ভোটারদের জন্য। উত্তর প্রদেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ভোটার মুসলিম। সরকার গঠন করার ক্ষেত্রে কুড়ি শতাংশ হতে পারে নির্ণায়ক ফ্যাক্টর।

আসাদউদ্দিনের দল যে সংখ্যালঘু ভোটারদের প্রভাবিত করতে পারে তার উদাহরণ বিহার। তেজস্বী যাদব বিপুল ভোট পেয়েও হেরে গিয়েছিলেন বিজেপি জোটের কাছে। নীতিশ কুমার ফের হয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠেছিল, মিম মুসলিম ব্যাংকে থাবা না বসালে সেই ভোট কি তেজস্বী পেতেন? এই একই প্রশ্ন থাকবে উত্তর প্রদেশের নির্বাচনের ক্ষেত্রে। বিজেপি কড়া টক্কর দেওয়ার জন্য তৈরি হচ্ছে সমাজবাদী পার্টি। সেয়ানে সেয়ানে লড়াই হলে কয়েক শতাংশ ভোট পার্থক্য গড়ে দিতে পারে শেষ মুহূর্তে। প্রকাশ্যে আসাদউদ্দিন ওয়েসির ভূমিকা কী হয়, সে দিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন