Historic blunder: যোগী বললেন ‘ঐতিহাসিক ভুল’, বিজেপি সহ হিন্দুত্ববাদী মহলে তীব্র শোরগোল

গত শতকের রাজনৈতিক ইতিহাসে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে জোট সরকারের প্রধানমন্ত্রী করার সিদ্ধান্তে শিলমোহর দেয়নি সিপিআইএম। সেই সিদ্ধান্ত মেনে নিয়েও পরে…

The 'Kovid State' is Uttar Pradesh, the Yogi government regained consciousness before the elections

গত শতকের রাজনৈতিক ইতিহাসে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে জোট সরকারের প্রধানমন্ত্রী করার সিদ্ধান্তে শিলমোহর দেয়নি সিপিআইএম। সেই সিদ্ধান্ত মেনে নিয়েও পরে বিশেষ সাক্ষাতকারে তিনি বলেছিলেন ঐতিহাসিক ভুল হয়ে গিয়েছে। জ্যোতি বসুর সেই মন্তব্যটি রাজনৈতিক মহলে তীব্র চর্চিত এখনও। এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও একই শব্দ ব্যবহার করলেন। তাঁকে ঘিরে প্রবল সরগরম বিজেপি ও কট্টরপন্থী হিন্দুত্ববাদী মহল।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জ্ঞানবাপী মসজিদ মামলার বিষয়ে ঐতিহাসিক ভুল শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, মসজিদ প্রাঙ্গনে ত্রিশূল কেন রাখা আছে। তিনি বলেন, মুসলিম আবেদনকারীদের উচুত এই “ঐতিহাসিক ভুল” ঠিক করার জন্য একটি প্রস্তাব নিয়ে এগিয়ে আসা উচিত।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, সরকার দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে চায়। আমরা যদি এটিকে মসজিদ বলি, তাহলে এটি একটি সমস্যা হবে… মসজিদে ত্রিশূলটি কী করছে? আমরা এটি রাখিনি। সেখানে একটি জ্যোতির্লিঙ্গ আছে এবং দেবতারা আছে। তিনি বলেন, “আমি মনে করি ঐতিহাসিক ভুল সংশোধন করার জন্য মুসলিম পক্ষ থেকে একটি প্রস্তাব আসা উচিত। আমরা এই ভুলের সমাধান চাই”।

বারানসীর এই ঐতিহাসিক মসজিদটি নিয়ে ধর্মীয় ইস্যু ক্রমে বাড়ছে। আপাতত শীর্ষ আদালতের নির্দেশে দেশের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থা (ASI) পুরো বিষয়টির অনুসন্ধান চালাচ্ছে। তবে কাজ আপাতত বন্ধ। লোকসভা ভোটের আগে বিজেপি ধর্মীয় ইস্যু চাগাড় দিতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের।