UP: বাজির শব্দে বিরক্ত হয়ে অ্যাসিড ‘হামলা’, জখম কিশোরী ও বৃদ্ধা

News Desk: দীপাবলির রাতে কচিকাঁচারা মেতে উঠেছিল বাজি পোড়ানোর আনন্দে। তীব্র চিৎকারে প্রবল বিরক্ত হয়ে উঠেছিলেন পাড়ারই এক ফলওয়ালা (fruit seller)। বাচ্চাদের চিৎকার এবং বাজি…

Acid On Two Women

News Desk: দীপাবলির রাতে কচিকাঁচারা মেতে উঠেছিল বাজি পোড়ানোর আনন্দে। তীব্র চিৎকারে প্রবল বিরক্ত হয়ে উঠেছিলেন পাড়ারই এক ফলওয়ালা (fruit seller)। বাচ্চাদের চিৎকার এবং বাজি পোড়ানো বন্ধ করতে বলেছিলেন। বাচ্চারা সেই কথা না শোনায় তাদের গায়ে অ্যাসিড ছুঁড়লেন ওই ফলওয়ালা। কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও এক কিশোরী ও বৃদ্ধা গুরুতর জখম হয়েছেন।

শুক্রবার বিকালে এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার (Banda) কৈলাসপুরী (Kailishpuri) এলাকায়। এই পাড়ার বাসিন্দারা জানিয়েছেন, ওই ফলওয়ালা বাজির প্রবল শব্দে বাচ্চাদের উপর ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি বারন করলেও বাচ্চারা কথা না শোনায় এক কিশোরকে সপাটে চড় মারেন। এ ঘটনায় প্রতিবেশীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ওই ফলওয়ালা। হঠাৎই ওই ব্যক্তি ঘর থেকে একটি অ্যাসিডের বোতল বের করে এনে বাচ্চাদের লক্ষ্য করে ছিটিয়ে দেন। বাচ্চারা দৌড়ে পালিয়ে গেলেও বাড়ির বাইরে বসে থাকা এক ৭০ বছরের বৃদ্ধা ও কিশোরী গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশ সুপার জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই ওই ফল ওয়ালার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।