প্রতীক্ষার অবসান ঘটিয়ে রেলে ফিরছে অসংরক্ষিত কামরা

অপেক্ষার অবসান, ১ মার্চ থেকে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। আবারও একবার রেলে ফিরছে অসংরক্ষিত কামরা। ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত এক্সপ্রেস…

অপেক্ষার অবসান, ১ মার্চ থেকে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। আবারও একবার রেলে ফিরছে অসংরক্ষিত কামরা।

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, সমস্ত এক্সপ্রেস ট্রেনেই ফিরছে অসংরক্ষিত কামরা। এর ফলে উপকৃত হবেন স্বল্প দূরত্বের এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। এবার থেকে কোনও ট্রেনের টিকিট কেটে যাত্রীরা সঙ্গে সঙ্গে উঠতে পারবেন। কোভিড পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় সব এক্সপ্রেস ট্রেনেই ফের অসংরক্ষিত কামরা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

 

এর পাশাপাশি ঠান্ডার কারণে অনেক ট্রেন বাতিল করা হয়েছিল, তবে হোলির কারণে, রেল এই সমস্ত ট্রেনগুলি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ১ মার্চ থেকে অর্ধশতাধিক ট্রেন চালাতে চলেছে রেল।

উল্লেখ্য, করোনার জেরে বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বন্ধ ছিল। করোনার সময়ে সময় অসংরক্ষিত কোচ হলে ভিড়ের চাপ সামলানো যাচ্ছিল না। সেই অসংরক্ষিত কোচকে সংরক্ষিত করে দেওয়া হয়।