Heatwave: তাপপ্রবাহ নিয়ে জারি হাই অ্যালার্ট, বৈঠকে বসছে কেন্দ্র

আর কয়েকদিনের মধ্যে দেশজুড়ে শুরু হয়ে যাবে ভোট ওয়েভ। এমনিতেই আসন্ন লোকসভা ভোটকে ঘিরে তপ্ত হয়ে রয়েছে দেশের ভোট ময়দান। কিন্তু তার ওপর দোসর হয়েছে…

Heatwave Alert kolkata

আর কয়েকদিনের মধ্যে দেশজুড়ে শুরু হয়ে যাবে ভোট ওয়েভ। এমনিতেই আসন্ন লোকসভা ভোটকে ঘিরে তপ্ত হয়ে রয়েছে দেশের ভোট ময়দান। কিন্তু তার ওপর দোসর হয়েছে তাপপ্রবাহ (Heatwave)। ইতিমধ্যে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে এপ্রিল, মে মাসে মাত্রাতিরিক্ত গরম পড়বে। এছাড়া আগামী কয়েকদিন বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ থেকে শুরু করার লু বইবে। এহেন পরিস্থিতিতে এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রক তাপ সম্পর্কিত সমস্যাগুলির বিষয়ে জনস্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করতে, তাপপ্রবাহের কারণে অসুস্থতা মোকাবেলার প্রস্তুতি পর্যালোচনা করতে এবং আসন্ন গ্রীষ্মের মরসুমের জন্য অ্যাকশন প্ল্যানের জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করবেন। আজ বুধবার দুপুর ৩টে নাগাদ রক্ত উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রক।

আজকের এই বৈঠকে উপস্থিত থাকবে নীতি আয়োগের ডিজিএইচএস, আইসিএমআর-এর ডিজি, এইমসের ডিরেক্টর এমএস সফদরজং, আরএমএল এবং লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজ। ইতিমধ্যে তীব্র গরম থেকে নিজেকে সুরক্ষিত কীভাবে রাখবেন সেই নিয়ে নির্দেশিকা জারি করেছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এবার প্রত্যেক রাজ্যকে কেন্দ্রের তরফে সুনির্দিষ্ট নির্দেশিকা এবং প্রশাসনিক সহযোগিতা দেওয়ার লক্ষ্যে আজকে বৈঠকে বসবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আগামী ৫ এপ্রিল অবধি দক্ষিণবঙ্গে পাঁচটি জেলার বিভিন্ন অঞ্চলের প্রভাবে সতর্কতা জারি করেছিল। জানা গিয়েছে, পুরুলিয়া,বাঁকুড়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় লাগাতার চলতি সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ বইবে।