Ukraine War: পুতিনের ধমকে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

Russia's defense minister suffers heart attack after Putin's threat

বৃহৎ সামরিক শক্তির রাশিয়ার তরফে ইউক্রেন অভিযানের (Ukraine War) বিস্তর গলদ ধরা পড়ছে। এমন সমালোচনার মুখে গত ১১ মার্চের পর আর সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোউজুকে। যুদ্ধ চলাকালীন হঠাৎই শোউজু বেপাত্তা হয়ে গেলেন তা নিয়ে একটা কৌতুহল তৈরি হয়েছিল।

Advertisements

শনিবার ইউক্রেনের মন্ত্রী অ্যান্টন জেরাসচেঙ্কো বলেছেন, তাঁদের বিরুদ্ধে রুশ সেনা অভিযান সফল না হওয়ায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর প্রবল ক্ষুব্ধ ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুদ্ধ শুরুর পর এক পক্ষকাল কেটে গেলেও ইউক্রেন অধরা থাকায় বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে উত্তপ্ত তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী। শোউজুকে কড়া ধমক দিয়েছিলেন পুতিন। এভাবে প্রেসিডেন্টের কাছে অপমানিত হওয়ায় হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। সেকারণেই শোউজুকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বরং তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এমনই দাবি ইউক্রেনের মন্ত্রীর।

Advertisements

ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রী শোউজুকে দ্বিতীয় মাস্টারমাইন্ড বলা হয়েছে। কিন্তু ১১ থেকে ২৪ মার্চ তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ২৪ মার্চ তাঁকে টেলিভিশনের এক অনুষ্ঠানে দেখা যায়। তবে ওই টেলিভিশনের ফুটেজটি নতুন না পুরনো সেটা জানা যায়নি। শোউজু হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাওয়ায় বিভিন্ন মহলে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকেই বলেছিলেন, পুতিনের কাছে ধমক খেয়ে প্রতিরক্ষামন্ত্রী আড়ালে চলে গিয়েছেন।

ক্রেমলিনের তরফে এই ধরনের গুজব উড়িয়ে দেওয়া হয়। বলা হয়েছিল, বিশেষ সামরিক অভিযান নিয়ে ব্যস্ত আছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। সে কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না।