উত্তর কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় নিয়ন্ত্রণরেখার কাছে ডোবানারে পুলিশ ও সেনার যৌথ বাহিনীর গুলিতে নিহত দুই জঙ্গি। এখনও তল্লাশি অভিযান চলছে বলে জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে জানানো হয়েছে।
বেশ কিছুদিন ধরে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বাড়ায় সতর্ক প্রশাসন। শ্রীনগরের চিনার কর্পসের লেফটেন্যান্ট অমরদীপ সিং আউলিয়া জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখায় বাহিনীর আরও সতর্ক থাকা প্রয়োজন। সীমান্তের ওপারে যারা রয়েছে তারা এখানকার জনজীবনকে ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি এক শীর্ষ সেনা অফিসার জানিয়েছিলেন, সীমান্তরেখায় পাক জঙ্গিদের দৌরাত্ম্য বেড়েছে। মহিলা ও নাবালকদের অস্ত্র হাতে তুলে দিয়ে তাদের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করাতে চাইছে আইএসআই।
এবার এর মাঝে মঙ্গলবার শেষ করা হল দুই জঙ্গিকে। এর আগে এই মাসের শুরুতে রাজৌরিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে আরও এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। দীর্ঘদিন ধরেই ড্রোনের মাধ্যমে ভারতে অস্ত্র পাচারের চেষ্টা করেছে পাক জঙ্গি গোষ্ঠীগুলি।
সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে, অস্ত্রের চেয়েও বেশি মাদক সরবরাহের পথে হাঁটছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা। তাই আকাশপথেও সতর্ক নজরদারি চলছে।