Pulwama: অশান্ত উপত্যকা, জঙ্গিদের গুলিতে জখম একাধিক

জঙ্গি হামলায় ফের কাঁপল কাশ্মীর উপত্যকা। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় দুজন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা পাঞ্জাবের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, “সন্ধ্যা…

জঙ্গি হামলায় ফের কাঁপল কাশ্মীর উপত্যকা। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গি হামলায় দুজন শ্রমিক আহত হয়েছেন। তাঁরা পাঞ্জাবের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, “সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ পুলওয়ামা পুলিশ নওপোরা লিটার এলাকায় একটি একটি ঘটনা সম্পর্কে তথ্য পায়, যেখানে জঙ্গিরা দুই জন শ্রমিককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। গুলির আঘাতে ওই দুজন শ্রমিক গুরুতর জখম হন। যদিও তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।” আহত ওই দুই ব্যক্তিদের নাম যথাক্রমে সুরিন্দর ও ধীরাজ দত্ত। তাঁরা একটি পোল্ট্রির ট্রাক চালায়। জঙ্গিরা তাঁদের বুকে ও পায়ে গুলি চালায় বলে খবর। এহেন ঘটনায় গোটা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

জেলা হাসপাতাল পুলওয়ামার মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ডাঃ বি এস টিউল্লাহ সংবাদমাধ্যম-কে জানিয়েছেন যে সুরিন্দরকে চিকিৎসার জন্য শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে ধীরাজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ডাঃ টালা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ গোটা এলাকাকে ঘিরে ফেলেছে। সেইসঙ্গে জঙ্গিদের খোঁজ চালানো হচ্ছে।