J&K: পুলওয়ামায় এনকাউন্টারে সেনার গুলিতে নিকেশ দুই কুখ্যাত জঙ্গি

সাতসকালে সেনা-জঙ্গি সংঘর্ষের এনকাউন্টারে অশান্ত হয়ে উঠল কাশ্মীর (Kashmir)। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে জঙ্গি দমনে পুলওয়ামায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী।

এদিন নিরাপত্তা বাহিনী দুজন জঙ্গিকে নিকেশ করেছে। সূত্রের খবর, দুজনই আল বদর জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এদিনের এনকাউন্টারের বিষয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিহত দুই জঙ্গিই কাশ্মীরি এবং তাদের দুজনকেই শনাক্ত করা হয়েছে। দুজনের নাম যথাক্রমে আজাজ হাফিজ, শাহিদ আয়ুব। তাঁদের কাছ থেকে বিপুল গোলাবারুদ ও একে ৪৭ রাইফেল উদ্ধার করেছে বাহিনী।

   

নিহত দুই জঙ্গিই গত কয়েকদিনে অ-কাশ্মীরিদের ওপর হামলায় জড়িত ছিল। বুধবার রাতেই জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে পুলওয়ামার মিত্রিগাম এলাকায় কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী।

এরপর সন্তর্পনে গোটা এলাকা ঘিরে ফেলে প্রথমে স্থানীয়দের সরিয়ে নেয় সেনা। এর পরেই তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়, এতে নিরাপত্তা বাহিনীর এক জওয়ানও আহত হন বলে খবর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন