কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই লস্কর জঙ্গি

kashmir

চলতি সপ্তাহে জম্মু-কাশ্মীরে (Kashmir) বেশ কয়েকটি জঙ্গি হামলা ঘটেছে। জঙ্গিদের নিশানা ছিল মূলত পরিযায়ী শ্রমিকরা। বুধবার ভোরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। এদিন কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় নিরাপত্তা রক্ষীদের গুলিতে দুই জঙ্গি খতম হয়েছে।মৃত দুই জঙ্গি লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। সম্প্রতি জম্মু-কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের উপর যে হামলা হয়েছে তাতে এই দুইজন প্রত্যক্ষভাবে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি জানিয়েছেন, গোপন সূত্রে খবর মেলে যে অবন্তীপোরায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। এই খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতেই শুরু হয় তল্লাশি অভিযান। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে। পালাতে না পারে জঙ্গিরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেয় বাহিনী। বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই চলে।

   

গোলাগুলি বন্ধ হলে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। সে সময় ঘটনাস্থল থেকে মেলে ২ জঙ্গির মৃতদেহ। মৃতদের কাছ থেকে দুটি রাইফেল ছাড়াও বেশকিছু অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে মৃত দুই জঙ্গি লস্কর-ই তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। সম্প্রতি ভূস্বর্গে বেশ কয়েকটি জঙ্গি হামলা হয়েছিল। সেই হামলার সঙ্গে সাফাত মুজাফফর ও উমর তেলি নামে মৃত দুই জঙ্গির প্রত্যক্ষ যোগ ছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন