Uttarpradesh: সাংবাদিকদের লক্ষ্য করে দু-তিন রাউন্ড গুলি দুষ্কৃতীদের

আবারো শিরোনামে উঠে এল যোগী রাজ্য। এবার উত্তরপ্রদেশে আক্রান্ত হলেন দুই সাংবাদিক। গুলি করা হল দুজন সাংবাদিককে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশে সোনভদ্র জেলার রায়পুর থানার অন্তর্গত…

আবারো শিরোনামে উঠে এল যোগী রাজ্য। এবার উত্তরপ্রদেশে আক্রান্ত হলেন দুই সাংবাদিক। গুলি করা হল দুজন সাংবাদিককে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশে সোনভদ্র জেলার রায়পুর থানার অন্তর্গত একটি রেস্টুরেন্টে চা খাওয়ার সময় শীর্ষস্থানীয় হিন্দি দৈনিকের দুই সাংবাদিককে হঠাতই গুলি করে দুষ্কৃতীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’জনকে বিএইচইউ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। যদিও দুজনেই বিপদমুক্ত বলে জানা গেছে। আহতরা হলেন নাম শ্যাম সুন্দর পান্ডে ও লাড্ডু পান্ডে, দুজনেরই বয়স ৩০-এর কাছাকাছি বলে জানিয়েছে পুলিশ। সোনভদ্রের অতিরিক্ত পুলিশ সুপার বিনোদ কুমার সিং জানান, রাত সাড়ে আটটা নাগাদ শ্যাম সুন্দর পান্ডে ও লাড্ডু পান্ডে নামে দুই সাংবাদিক খালিয়ারি বাজারে অবস্থিত একটি রেস্তোরাঁয় বসে চা খাচ্ছিলেন। এরপর দুটি অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী বাইকে এসে ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই সাংবাদিককে লক্ষ্য করে দুই-তিন রাউন্ড গুলি চালায়, এতে তারা দুজন আহত হয়। এদিকে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এরপরেই স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। এএসপি সিং জানান, দুজনকে প্রথমে ভেনি এলাকার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাদের জেলা হাসপাতালে এবং পরে বিএইচইউ মেডিকেল কলেজে রেফার করেন। পুলিশ কর্তা বলেন, ‘এখন পর্যন্ত আমরা এই ঘটনার পেছনের উদ্দেশ্য খুঁজে পাইনি। এই দুই সাংবাদিক বিপদের বাইরে রয়েছেন এবং আমরা শীঘ্রই তাদের বক্তব্য রেকর্ড করব।’