ফের একবার দেশে বড়সড় রেল দুর্ঘটনা (Train Accident) ঘটে গেল। ফের একবার রেল লাইন থেকে উল্টে গেল গাড়ি। ছিটকে গেল একের পর এক বগি।
জানা গিয়েছে, হরিয়ানার ফরিদাবাদে আগ্রা থেকে দিল্লিগামী একটি কয়লা বোঝাই মালবাহী ট্রেনের দুটি বগি সকাল সাড়ে ৯টার দিকে ফরিদাবাদ রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় এখনও অবধি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার সকালে ফরিদাবাদের ২১ নম্বর সেক্টরের কাছে একটি মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ আধিকারিক ও জিআরপি থানার পুলিশ।
মালবাহী ট্রেনটি কয়লা নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। গ্যাস কাটার দিয়ে পাথরের মাঝে আটকে থাকা ট্রেনের চাকা কাটার চেষ্টা করছেন রেলকর্মীরা, যাতে ওই রুটে ট্রেন চলাচল নির্বিঘ্ন হতে পারে। এমনিতে রেল লাইনের ওপর একের পর এক বগি ছড়িয়ে ছিটিয়ে থাকায় ব্যাহত হয়েছে রেল পরিষেবা। যদিও পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন রেল আধিকারিকরা।
#WATCH | Faridabad, Haryana: Two coaches of a goods train loaded with coal, going from Agra to Delhi derailed near Faridabad railway station at around 9:30 am. No injuries have been reported. pic.twitter.com/uQd1ijcSnp
— ANI (@ANI) June 7, 2024