বন্ধুকে নৃশংসভাবে খুন করে দেহ ৪৯ টুকরো, গ্রেফতার দুই কীর্তিমান

বিরোধী রাজনৈতিক দলগুলি একাধিকবার অভিযোগ করেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে কায়েম হয়েছে জঙ্গলরাজ। সেই অভিযোগ যে একেবারেই ভিত্তিহীন নয় বারেবারেই তার প্রমাণ মিলছে। এবার সামনে এল…

বিরোধী রাজনৈতিক দলগুলি একাধিকবার অভিযোগ করেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে কায়েম হয়েছে জঙ্গলরাজ। সেই অভিযোগ যে একেবারেই ভিত্তিহীন নয় বারেবারেই তার প্রমাণ মিলছে। এবার সামনে এল এক নৃশংস খুনের ঘটনা। টাকার লোভে এক বন্ধুকে মাদক মেশানো পানীয় খাইয়ে অজ্ঞান করে তারপর খুন করা হয়। এখানেই শেষ নয় তথ্য প্রমাণ লোপাট করতে ওই দেহটিকে ৪৯ টুকরো করে কবর দিয়ে দেওয়া হয়। শনিবার চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে।

তবে ইতিমধ্যেই দুই খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, সামান্য টাকার লোভে তারা এভাবেই এক বন্ধুকে খুন করেছে। মৃত যুবকের নাম ইরফান। হোলির দিন অর্থাৎ শনিবার থেকে নিখোঁজ ছিল সে। ওই দিন বন্ধুদের সঙ্গে হোলি খেলতে যাচ্ছে বলে ইরফান বাড়ি থেকে বেরিয়ে ছিল তারপর আর তার সন্ধান মেলেনি। দুদিন কেটে যাওয়ার পরও ইরফান বাড়ি না ফেরায় তার পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। এরপরই তদন্তে নামে পুলিশ। তদন্ত শুরু করার পর ইরফানের দুই বন্ধু মাজিদ ও রাঘিবের উপরে পুলিশের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শেষ পর্যন্ত দীর্ঘ জেরায় স্বীকার করে নেয় টাকার লোভেই তারা ইরফানকে খুন করেছে।

   

ধৃত দুই যুবক জানিয়েছে, হোলির দিন তারা সকলেই মদ্যপান করেছিল। নেশার ঘরে ইরফান জানায়, বাড়ি বিক্রি করে সে সাত লাখ টাকা পেয়েছে। ওই টাকা তার সঙ্গেই আছে। সেই টাকা হাতানোর জন্যই তারা ইরফানকে মদ খাইয়ে অচেতন করে খুন করে। এরপর প্রমাণ লোপাট করতে দেহটিকে ৪৯ টুকরো করে কবর দেওয়া হয়। পুলিশ ওই দুই বন্ধুকে জেরা করে ইরফানের দেহের বিভিন্ন অংশ খুঁজে পেয়েছে। ধৃতদের কাছ থেকে পুলিশ এখনও পর্যন্ত তিন লাখ টাকা উদ্ধার করেছে।