কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল হিরো মোটোকর্পের বিরুদ্ধে, তল্লাশি সংস্থার একাধিক অফিসে

বিপাকে পড়ল দেশের সবচেয়ে বড় দু’চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা হিরো মোটোকর্প। তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবার…

raid-in-hero-motocorp-office

বিপাকে পড়ল দেশের সবচেয়ে বড় দু’চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা হিরো মোটোকর্প। তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। কর ফাঁকি দেওয়ার অভিযোগে বুধবার সকালে সংস্থার প্রধান পবন মুঞ্জলের বাড়ি-সহ ২৫টি ঠিকানায় তল্লাশি চালায় আয়কর বিভাগ।

আয়কর বিভাগের এক শীর্ষ কর্তা পরিচয় গোপন করে জানিয়েছেন, এদিন হিরো মোটোকর্পে মোট ২৫ টি জায়গায় তল্লাশি অভিযান হয়েছে। যার মধ্যে সংস্থার প্রধান পবন মুঞ্জলের বাড়িও আছে। এছাড়াও হিরো মোটোকর্পের একাধিক শীর্ষ আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। দিল্লি, গুরগ্রাম-সহ উত্তর ভারতে সংস্থার বিভিন্ন কারখানায় তল্লাশি চালানো হয়েছে। তবে এদিনের তল্লাশি অভিযান নিয়ে আয়কর বিভাগ সরকারিভাবে কোনও কিছুই জানায়নি।

   

জানা গিয়েছে, হিরো মোটোকর্পের হিসাব-নিকাশে বেশ কিছু গন্ডগোলের দিকে নজর রাখছিল আয়কর দফতর। সংস্থার আয়ের সঙ্গে প্রদেয় করের হিসেবে বড় অংকের গরমিল ধরা পড়েছে। তবে এ দিনের আয়কর হানা নিয়ে সংস্থার পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। আয়কর হানার খবর ছড়িয়ে পড়তেই বুধবার সংস্থার শেয়ার দরে পতন ঘটেছে। এদিন হিরো মোটোকর্পের শেয়ারের দাম প্রায় দেড় শতাংশ পড়েছে।

উল্লেখ্য, পবন মুঞ্জলের হিরো মোটকর্প এই মুহূর্তে দেশের বৃহত্তম দুচাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা। শুধু এদেশে নয়, এশিয়া, আফ্রিকা আমেরিকা মিলিয়ে ৪০টি দেশে সংস্থার কারখানা আছে। একসময় বিশ্বের সবচেয়ে বেশি দুচাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা হিসেবে চিহ্নিত হয়েছিল হিরো মোটোকর্প। সেই সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে আয়কর তল্লাশিতে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।