মুম্বই: শুক্রবার সকালে মহারাষ্ট্রের বোড়ওয়াড় স্টেশনের কাছে ঘটে গেল ভয়াবহ এক দুর্ঘটনা। মুম্বই-অমরাবতী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে একটি গমবোঝাই ট্রাকের। সংঘর্ষের জেরে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়েছে৷ তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ট্রেনের যাত্রীরা।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি নিয়ম ভেহে পুরনো লেভেল ক্রসিং দিয়ে রেললাইন পার করার চেষ্টা করার সময় দুর্ঘটনাটি ঘটে। বোড়ওয়াড় স্টেশনের কাছে ওভারব্রিজ থাকার পরও ট্রাকটি সেই পথ এড়িয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় ট্র্যাক দিয়ে দ্রুত গতিতে ছুটে আসছিল মুম্বই-অমরাবতী এক্সপ্রেস৷ ফলে গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং সংঘর্ষ ঘটে।
এই ঘটনার ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ যেখানে দেখা যাচ্ছে ট্রাকটি দু টুকরো হয়ে গিয়েছে৷ ট্রাকের সামনের অংশটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে রয়েছে। তবে আশ্চর্যজনকভাবে ট্রেনের ইঞ্জিনের কোনও ক্ষতি হয়নি।
ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় কয়েক ঘণ্টা রেলপথে কোনো ট্রেন চলাচল করতে পারেনি। কিন্তু প্রায় তিন ঘণ্টা পর, সকাল ৮টা ৫০ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনার ফলে রেলের ওভারহেড তার ছিঁড়ে গেলেও ট্রেনের কোনো গুরুতর ক্ষতি হয়নি।
ট্রাক চালক প্রাণে বেঁচে গেছেন, তবে তাঁর বিরুদ্ধে বেআইনি রেললাইন পারাপারের অভিযোগ আনা হয়েছে। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।