Tripura Election 2023: ত্রিপুরা পৌঁছে মমতা বললেন, ‘যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি’

নির্বাচন প্রচারে (Tripura Election 2023) আগরতলা পৌঁছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এমনই বললেন।

Tripura Election 2023

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। নির্বাচন প্রচারে (Tripura Election 2023) আগরতলা পৌঁছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এমনই বললেন। দুদিনের ভোট সফরে ভাইপো অভিষেককে নিয়ে আগরতলা এসেছেন মমতা।

আগরতলায় পৌঁছে মমতা জানালেন ত্রিপুরা আমার ঘর। তিনি বলেন, আমি ত্রিপুরার মানুষকে অভিনন্দন জানাচ্ছি। আমি এসেছি এই কথাই বলতে, যখন কেউ ছিল না, বিজেপির একতরফা অত্যাচার চলছিল এখানে। সেই সময় তৃণমূল কংগ্রেস একমাত্র এসেছিল। আমাদের লোকেদের ওপরেও আক্রমন হয়েছে। সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে। সাংসদদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। দলের একাধিক নেতারা আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, ত্রিপুরায় যখন কংগ্রেস সরকার ছিল সেই সময় সন্তোষ মোহন দেব, মনোরঞ্জন ভক্ত আর আমি এই তিনজন মিলে সবচেয়ে বেশি কাজ করেছিলাম। তাই ত্রিপুরার সোনামুড়া থেকে আগরতলা সবটাই চিনি। ত্রিপুরায় ঘরের মতো থেকে কাজ করেছি। সেদিনেও অনেকজনকে চিনতাম। তাঁরা এখন হারিয়ে গেছেন। তাঁদেরও কখনও কখনও খুঁজি। ত্রিপুরার মানুষের সঙ্গে চিরকাল যোগ ছিল, আছে থাকবে। যখন তোমার কেউ ছিলনা। তখন ছিলাম আমি। এই কথাটা বলতে এসেছি। আমি বলতে চাই এটা আমার ঘর। নিজের ভাষায় কথা বলতে পারি।

মঙ্গলবার আগরতলায় পদযাত্রা করবেন মমতা। এ রাজ্যের ৬০ টি আসনের মধ্যে ২৮ টি আসনে লড়াই করছে তৃণমূল কংগ্রেস।