Tripura Election 2023: ফল খারাপ হলেই সরকার গড়তে বিজেপির ‘Plan B’ তৈরি

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) ফল ঘোষণার আগেই এ রাজ্যের শাসক দল বিজেপির (BJP) অভ্যন্তরে চলছে কানাকানি, কী হবে এবার?

Tripura Election 2023 BJP

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) ফল ঘোষণার আগেই এ রাজ্যের শাসক দল বিজেপির (BJP) অভ্যন্তরে চলছে কানাকানি, কী হবে এবার? তবে জয়ের বিষয়ে বারবার বার্তা দিচ্ছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। সূত্রের খবর, মুখে জয়ের বার্তা দিলেও ভিতরে ততটা আশাবাদী নয় বিজেপি। আগরতলায় দলের রাজ্য দফতরে সব প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকের পর আরও নীরব নেতারা। তবে তাঁদের আশা অমিত শাহর উপরে। দলীয়স্তরে বার্তা চলে গেছে, তিনি কিছু করবেন।

সরকার ধরে রাখতে বিজেপি কি এ রাজ্যে ‘অপারেশন লোটাস’ প্রয়োগ করবে? আগরতলার রাজনৈতিক মহলে আলোচনা কোনোকিছু বাকি রাখবে না গেরুয়া শিবির। তাদের ‘প্ল্যান বি’ (Plan B) তৈরি করা আছে। কেন্দ্র ও রাজ্য নেতারা সবদিক খতিয়ে দেখে যাবতীয় পরিকল্পনা তৈরি করে রেখেছেন।

কেমন হতে পারে বিজেপির প্ল্যান বি?
সূত্রের খবর, ফলাফল দেখে প্রয়োগ হবে সেই পরিকল্পনা। এতে নিশানা করা হয়েছে, কংগ্রেস, তিপ্রা মথার জয়ী বিধায়কদের। তাদের কাছে মন্ত্রীত্বের প্রস্তাব পাঠানো হবে। বলা হবে, বিজেপিতে যোগ দিতে। এক্ষেত্রে সিপিআইএমের কোনও বিধায়কে টেনে আনা সম্ভব নয় বলেই বিজেপি নিশ্চিত। তবে নির্বাচনের আগে বাম বিধায়ক মবস্বর আলি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি দলীয় প্রার্থীরা টিকিট না পেয়েই দলত্যাগ করেন বলেই ইঙ্গিত দেন। কারণ মবস্বর আলির কেন্দ্র কৈলাসহর কংগ্রেসকে ছেড়ে দিয়েছে সিপিআইএম।

জানা যাচ্ছে, কংগ্রেসের জয়ী বিধায়ক যারাই হবেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করা হবে বিজেরির তরফে। কানাঘুষো চলছে, ‘প্ল্যান বি’ কার্যকর করতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেই ভার দিয়েছে বিজেপি।

প্ল্যান বি অংক
ত্রিপুরা বিধানসভার মোট আসন ৬০টি। সরকার গড়তে দরকার ৩১টি আসন। বিজেপি যদি ডবল ডিজিটে ঢুকতে পারে তবেই প্ল্যান বি প্রয়োগ সহজ হবে বলে মনে করছেন দলটির ক্রাইসিস ম্যানেজাররা।

সিপিআইএম রাজ্য্ সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর দাবি, সিঙ্গেল ডিজিটে নামবে বিজেপি। একই দাবি করেছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ। প্রাক্তন মু়খ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণের দাবি, রাজ্যবাসী বিজেপির দুঃশাসন থেকে মুক্তির জন্য ভোট দি়য়েছেন। অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা মানিক সরকার জানান, বিজেপির নৌকা ডুবন্ত। নিজেদের বিধায়কদের নিয়ে নিশ্চিত বাম শিবির। তবে কংগ্রেসের বিধায়কদের উপর ভরসা নেই তেমন। সেক্ষেত্রে তিপ্রা মথার সাথে বিশেষ সংযোগ রাখছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক নিজেই।

তবে বিজেপির ‘প্ল্যান বি’ জবাবে তিপ্রা মথা প্রধান রাজা প্রদ্যোত দেববর্মণের হুঁশিয়ারি টাকা তাঁর কাছে কম নেই। তেমন হলে তিনিও বিজেপির বিধায়কদের কিনে নিতে পারেন।