Tripura Election 2023: ভোট চুরি করতে এলে নাকের মধ্যে ঢ্যাঁসা ঢ্যাঁস…ত্রিপুরা সরগরম

Tipra Motha candidate threatened to punch

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) প্রচারে এমন প্রার্থীকে দেখা গেল যিনি রিগিং রুখতে সরাসরি নাকে ঘুষি মারার নিদান দিতে পারেন। এই প্রার্থীর সরাসরি দাবি ভোট চুরি করতে এলে নাক ফাটিয়ে দেব। তিপ্রা মথা দলের এই প্রার্থীর নাম অনিমেষ দেববর্মা। তিনি আসারামবাড়ি বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্ব্বিতা করছেন।

একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে প্রার্থীকে ঘুষি বাগিয়ে রিগিং রুখবার নিদান দিতে দেখা যাচ্ছে। যদিও এটি যাচাই করেনি কলকাতা ২৪x৭ সংবাদমাধ্যম। সেই ভিডিওতে দেখা যাচ্ছে খোদ প্রার্থী তাঁর প্রচার থেকে বলছেন,কেউ যদি ভোট চুরি করতে আসে তাহলে তার নাকে ঢ্যাঁসা ঢ্যাঁস, ঢ্যাঁসা ঢ্যাঁস ঘুষি বসাইয়া দিব।

   

ত্রিপুরার নির্বাচনে প্রবল ভোট রিগিং সম্ভাবনা। অভিযোগ শাসক দল বিজেপির বাইক বাহিনী গত কয়েকটি নির্বাচন ও উপনির্বাচনের মতো রিগিং করবে। বিরোধী সিপিআইএম, কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে শাসক দল। বিজেপি ও সিপিআইএম কংগ্রেসের সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত হিংসা চলছে রাজ্যে। তবে নির্বাচন কমিশনের দাবি,ত্রিপুরায় ভোট হবে শান্তিপূর্ণ পরিবেশে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন