Tripura Election 2023: ত্রিপুরায় বিজেপিতে পদত্যাগ সুনামি, বাম জোটের জট খুলল

শাসক বিজেপি (BJP) অস্থির প্রার্থী নিয়ে গোঁসার কারণে দলেরই নেতা, সমর্থক এমনকি খোদ বিধায়কের পদত্যাগের ধাক্কায়। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) আগে পদত্যাগ ও…

CPM-BJP

শাসক বিজেপি (BJP) অস্থির প্রার্থী নিয়ে গোঁসার কারণে দলেরই নেতা, সমর্থক এমনকি খোদ বিধায়কের পদত্যাগের ধাক্কায়। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Election 2023) আগে পদত্যাগ ও দলত্যাগের সুনামি ধাক্কা দিচ্ছে বিজেপিকে। একাধিক বিধানসভায় শতাধিক কর্মী সমর্থকরা সরাসরি নির্দল হিসেবে নিজ নিজ নেতাদের হয়ে নেমে পড়েছেন। দলের নেতাদের কেউ কেউ প্রতারক, চিটিংবাজ বলে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। রাতের খবর, শতাধিক অনুগামী সহ বিজেপির প্রথম সারির প্রচারক দলত্যাগ করেছেন।

ত্রিপুরায় বিজেপির এমন প্রাক ভোট দলত্যাগ ধাক্কা পর্যবেক্ষণ রাজনৈতিক বিশ্লেষকদের কাছে ইঙ্গিতবহুল। সংগঠন যে গত বিধানসভা নির্বাচনের থেকে নড়বড়ে তা স্পষ্ট বলেই জানিয়েছেন। বিজেপির নেতৃত্বদের পারস্পরিক দোষারোপ ও নির্দল হিসেবে নেমে পড়ার পিছনে রাজ্য নেতাদের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ত্রিপুরায় এসে বলেছেন বাম ও কংগ্রেস দুপক্ষ শূন্য পাবে। আর মুখ্যমন্ত্রী ড মানিক সাহার দাবি, ৫০ এর বেশি আসন নিয়ে জিতবে বিজেপি। তবে দলীয় বিধায়কের পদত্যাগ, সিপিআইএমের বিধায়ককে ভাঙিয়ে আনা নিয়েও সমর্থকদের প্রশ্নের মুখে শাসক দল।

আর বিরোধী পক্ষেও চলছে জোট নাটক। বামফ্রন্ট ও কংগ্রেসের আসন সমঝোতা হয়েছে। সোমবার মনোনয়ন পেশের শেষ দিনে এই রফার জট তীব্র হয়। কারণ ঘোষিত ১৩টি আসনের বদলে ১৭টিতে মনোনয়ন দাখিল করে দেয় কংগ্রেস। এদিকে কংগ্রেসকে চাপে রাখতে বাম শিবিরের তরফে কংগ্রেসকে দেওয়া কয়েকটি আসনে প্রার্থী দাঁড় করানোর কৌশল নেওয়া হয়। সবমিলে দিনভর টানটান উত্তেজনার পর রাতে স্পষ্ট হয়েছে আর কোনও জট নেই। সিপিআইএম রাজ্য সম্পাদক স্থানীয় কিছু সংবাদমাধ্যমে জানান, সব ঠিক হয়ে গেছে। ১৩টি আসনেই লড়াই করছে কংগ্রেস।