Rahul Gandhi: এক রাতে সরকার হারালেও বিহারে রাহুলের যাত্রায় তুমুল ভিড়

এক রাতে বিহার সরকারের রঙ বদলে গেছে। ‘বন্ধু’ নীতীশ এখন রাহুলের ‘শত্রু’। তবে বিহারের মাটিতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ন্যায় যাত্রা ঘিরে উন্মাদনা। তিনি সফর…

এক রাতে বিহার সরকারের রঙ বদলে গেছে। ‘বন্ধু’ নীতীশ এখন রাহুলের ‘শত্রু’। তবে বিহারের মাটিতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ন্যায় যাত্রা ঘিরে উন্মাদনা। তিনি সফর করছেন কিশনগঞ্জ জেলায়। বিহার প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, এ রাজ্য থেকে ফের পড়শি পশ্চিমবঙ্গে ঢুকবেন রাহুল গান্ধী।

রবিবার বিহারে অ-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর ‘পাল্টুরাম’ তকমা বজায় রেখে ফের বিজেপির জোটে চলে গেছেন। তিনিই মুখ্যমন্ত্রী তবে INDIA মঞ্চ ছেড়ে NDA জোট সরকারের মুখিয়া। নীতীশকে টেনে এনেই বিজেপির দাবি, বিহারের সবকটি লোকসভা আসনেই এনডিএ জয়ী হবে। গতবার একটি জিতেছিল কংগ্রেস বাকি সব এনডিএ। সরকার হারিয়ে বিহারের সর্ববৃহত দল আরজেডির নেতা ও সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন খেলা বাকি আছে। এর পাশাপাশি রাহুল গান্ধীকে ঘিরে কংগ্রেসের ন্যায় যাত্রায় দেখা গেল উপচে পড়া ভিড়। তাৎপর্যপূর্ণ, সংখ্যালঘু ভোটার অধ্যুষিত কিশনগঞ্জে বারবার বিজেপি জয়ী হয়। এই আসনের দীর্ঘ সময় সাংসদ বিজেপির হেভিওয়েট নেতা শাহনওয়াজ হুসেন। গত লোকসভা ভোটে কিশনগঞ্জ থেকে জয়ী হয়েছে কংগ্রেস।

বিহার সরকারের পট পরিবর্তন ঘটনায় লোকসভা ভোটের আগে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিহারে ন্যায় যাত্রায় রাহুল গান্ধী বার্তা দেন,ভারতে যখনই সামাজিক ন্যায়বিচারের কথা আসে, বিহার সবসময়ই এর নেতৃত্ব দিয়েছে। এই উদ্যম বিহারের এই ন্যায় চিন্তার প্রতীক।

সোমবার সকালে পশ্চিমবঙ্গের জেলা উত্তর দিনাজপুরের সোনাপুর থেকে যাত্রা শুরু হয়ে সকাল ১১টার দিকে বিহারের কিশণগঞ্জে পৌঁছায় রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ন্যায় যাত্রা। কিশনগঞ্জ লোকসভা কেন্দ্রটি 2009 সালের লোকসভা নির্বাচন থেকে কংগ্রেসের সাথে রয়েছে। বিহার প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, মিছিল মঙ্গলবার পূর্ণিয়া এবং বুধবার কাটিহারে যাবে। উভয় জেলা নীতীশ কুমারের দল জেডিইউ-এর শক্ত ঘাঁটি। মণিপুর থেকে যখন রাহুল গান্ধী ন্যায় যাত্রা শুরু করেছিলেন তখন এই এলাকা ছিল কংগ্রেসের জন্য বন্ধুত্বপূর্ণ। কারণ তখন বিহারে ছিল কংগ্রেস সমর্থিত অ-বিজেপি মহাজোটের সরকার। এখন, সমীকরণ পুরো বদলেছে।

PTI জানাচ্ছে, 2020 সালের বিধানসভা নির্বাচনের পর এটাই রাহুল গান্ধীর বিহারে প্রথম সফর। 2020 সালের নির্বাচনের পরে এনডিএ জোট নীতীশ কুমারের অধীনে সরকার গঠন করেছিল। দু বছর পর 2022 সালের আগস্ট মাসে নীতীশ কুমার এনডিএ জোট থেকে বেরিয়ে আরজেডি-কংগ্রেস-বাম মোর্চার মহাজোটের শরিক হয়েছিলেন। রবিবার তিনি আবার এনডিএ জোটে ঢুকেছেন।